• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ৭৮১ জন

নিজস্ব প্রতিবেদক    ৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশে গত এক দিনে ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত  আরো হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮১ জন। বৃহস্পতিবার দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।  এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত  রোগটিতে হাসপাতালে ভর্তি বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৮৮৫ জনে। মৃত্যু ২২৪ জনে। 

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন চিকিত্সা নিচ্ছিলেন। আর অপর দুজন কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। মারা যাওয়া সবাই পুরুষ, যাদের বয়স ১৩, ১৪, ৩৯ ও ৫৫ বছর। এছাড়া ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৭৮ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা বিভাগে ১০১ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ৮২ জন, খুলনা বিভাগে ৪৮ জন, রাজশাহী বিভাগে ৬৩ জন, রংপুর বিভাগে ৩২ জন, বরিশাল বিভাগে ১৩০ জন এবং সিলেট বিভাগে সাত জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৪৫২ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮২৭ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৬২৫ জন চিকিৎসা নিচ্ছেন।

এ বছর ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি মানুষ হাসপাতালে ভর্তি হন সেপ্টেম্বর মাসে, মৃত্যুও ছিল সর্বোচ্চ। ওই মাসে ১৫ হাজার ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হন, মৃত্যু হয় ৭৬ জনের।  অক্টোবরের আট দিনে হাসপাতালে ভর্তি হলেন ৫ হাজার ৫৪৩ জন; আর মৃত্যু হল ২৬ জনের।

এর আগে জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন হাসপাতালে ভর্তি হন।

জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়। তার আগে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুনে ১৯ জন ও অগাস্টে ৩৯ জনের মৃত্যু হয়। মার্চ মাসে কারো মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। 

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আটজনে জিম্মি নার্সিং সেক্টর
আটজনে জিম্মি নার্সিং সেক্টর
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬, হাসপাতালে ভর্তি ১১৯৫
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬, হাসপাতালে ভর্তি ১১৯৫
সরকারি ওয়েবসাইটে এখনও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
সরকারি ওয়েবসাইটে এখনও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক