ঢাকায় হারের পর দুবাইয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়


ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে অন্তিম মুহূর্তে হংকংয়ের বিপক্ষে ৩-৪ গোলে হেরেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে সেই হতাশা মুছে দিল অ-১৭ নারী দল। একই দিনে দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৩-০ গোলে হারিয়েছে তারা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) এএফসি অ-১৭ নারী টুর্নামেন্টের বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। প্রথমার্ধে ২ গোলে এগিয়ে যায় দলটি। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল যোগ করে বড় জয় নিশ্চিত করে তারা। বাফুফের নারী দলের মিডিয়া ম্যানেজারের তথ্য অনুযায়ী, আলপী দুটি ও প্রীতি একটি গোল করেন।
এই টুর্নামেন্টের প্রস্তুতিতে আগের ম্যাচেই সিরিয়াকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ধারাবাহিক ভালো পারফরম্যান্সে আত্মবিশ্বাসও বেড়েছে দলের।
দলটি আগামীকাল সংযুক্ত আরব আমিরাত থেকে জর্ডানের উদ্দেশে রওনা দেবে। ভিসা জটিলতার কারণে তিনজন কোচিং স্টাফ দুবাই যেতে পারেননি, তারা সরাসরি জর্ডান পৌঁছাবেন। আগামী ১৩ অক্টোবর জর্ডান ও ১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে খেলবে বাংলাদেশ। মূল পর্বে উঠতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে অর্পিতা বিশ্বাসদের। এই জয়ে পরবর্তী ম্যাচগুলোর জন্য বড় অনুপ্রেরণা পেল লাল-সবুজের মেয়েরা।
ভিওডি বাংলা/জা