• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্তির চেষ্টা চলছে

নিজস্ব প্রতিবেদক    ১০ অক্টোবর ২০২৫, ১০:২৩ এ.এম.
আলোকচিত্রী শহিদুল আলম-ছবি সংগৃহীত

আলোকচিত্রী শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। শুক্রবার (১০ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে আজই তাকে বিশেষ বিমানে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে তারা শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক গতরাতে এ তথ্য জানিয়েছেন।

শহিদুল আলমকে ইসরায়েলি কর্তৃপক্ষ অবৈধভাবে আটক করার পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়। এসব দূতাবাস ওইসব দেশের পররাষ্ট্র দফতরের সঙ্গে যোগাযোগ করছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে তার মুক্তির বিষয়ে তৎপরতা চালাচ্ছে।

এর আগে গত ৮ অক্টোবর গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সবচেয়ে বড় জাহাজ কনসায়েন্স আটক করে ইসরায়েল। বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ ৯৩ জন অধিকারকর্মী জাহাজটিতে ছিলেন। এ ঘটনায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ সৃষ্টি হয়েছে। শহিদুল আলমের নিরাপত্তা নিশ্চিত ও দ্রুত মুক্তিতে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লিবিয়া থেকে দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি
সামনে আরও সংকট আসছে: তথ্য উপদেষ্টা
সামনে আরও সংকট আসছে: তথ্য উপদেষ্টা
ডেটার মালিকানা জনগণের : ফয়েজ আহমদ
ডেটার মালিকানা জনগণের : ফয়েজ আহমদ