• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টাঙ্গাইল-১ আসনে মোহাম্মদ আলীর সমর্থনে গণমিছিল

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ১০ অক্টোবর ২০২৫, ১২:০৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য  এ্যাডভোকেট মোহাম্মদ আলী-এর সমর্থনে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধায় অনুষ্ঠিত গণমিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। মিছিলটি মধুপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মোহাম্মদ আলীর নিজস্ব কার্যালের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

গণমিছিলে নেতৃত্ব দেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ার হোসেন, জয়নাল আবেদীন খান বাবলু এবং আব্দুল লতিফ পান্না প্রমুখ।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন- “জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা মাঠে আছি, থাকব। টাঙ্গাইল-১ আসনে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা জনগণ ঐক্যবদ্ধ।”

এদিকে গণমিছিলের আগে এ্যাডভোকেট মোহাম্মদ আলী ও তার কর্মীরা জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালান।

স্থানীয়ভাবে বিএনপির এই ধারাবাহিক কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও মিছিলে অংশ নিয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতির সুফল পাচ্ছে কৃষক
ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতির সুফল পাচ্ছে কৃষক
টাঙ্গাইলে বিশ্ব ডিম দিবস উদযাপিত
টাঙ্গাইলে বিশ্ব ডিম দিবস উদযাপিত
টাইফয়েডের টিকা সম্পূর্ণ নিরাপদ ও জীবনরক্ষাকারী
টাইফয়েডের টিকা সম্পূর্ণ নিরাপদ ও জীবনরক্ষাকারী