টাঙ্গাইল-১ আসনে মোহাম্মদ আলীর সমর্থনে গণমিছিল


টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ আলী-এর সমর্থনে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধায় অনুষ্ঠিত গণমিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। মিছিলটি মধুপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মোহাম্মদ আলীর নিজস্ব কার্যালের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
গণমিছিলে নেতৃত্ব দেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ার হোসেন, জয়নাল আবেদীন খান বাবলু এবং আব্দুল লতিফ পান্না প্রমুখ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন- “জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা মাঠে আছি, থাকব। টাঙ্গাইল-১ আসনে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা জনগণ ঐক্যবদ্ধ।”
এদিকে গণমিছিলের আগে এ্যাডভোকেট মোহাম্মদ আলী ও তার কর্মীরা জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালান।
স্থানীয়ভাবে বিএনপির এই ধারাবাহিক কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও মিছিলে অংশ নিয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।
ভিওডি বাংলা/ এমএইচ