• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অচেনা লুকে শাকিব, নতুন বার্তা ‘সোলজার’

বিনোদন ডেস্ক    ১০ অক্টোবর ২০২৫, ১২:৩৪ পি.এম.
মেগাস্টার শাকিব খান-ছবি সংগৃহীত

মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’-এর নতুন লুক প্রকাশিত হয়েছে। প্রথম টিজারের পর এবার এলো ছবিটির আরেকটি ঝলক। নতুন এই লুকে শাকিবকে একেবারেই নতুন ও অচেনা অবতারে দেখা গেছে, যা ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি করেছে।

শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করেন শাকিব খান। সঙ্গে তিনি লিখেছেন: “Your Soldier at your service” – অর্থাৎ, “আপনার সৈনিক আপনার সেবায়!”

পোস্টারে শাকিবকে একজন রহস্যময় ও দৃঢ়চেতা পুরুষ হিসেবে দেখানো হয়েছে। মোটা গোঁফ ও চোখ-মুখে তীক্ষ্ণ অভিব্যক্তি তার লুকে এক নতুন মাত্রা যোগ করেছে। ভক্তদের মধ্যে এই নতুন লুক দ্রুতই উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, “দৃঢ় সৌন্দর্য ভাই!” আর অভিনেত্রী সাবিলা নূর মন্তব্য করেছেন, “ওয়াও! আপনার এবং ‘সোলজার’ টিমের জন্য শুভকামনা।” এক নেটিজেন লিখেছেন, “তাকে রণবীর কাপুরের মতো লাগছে।”

এর আগে প্রকাশিত ৩৩ সেকেন্ডের প্রথম ঝলকেও শাকিবকে চিরচেনা রূপে দেখা যায়নি। শাকিব নিজেও গণমাধ্যমে বলেছিলেন, “আগ বাড়িয়ে বলতে চাই না যে একদম আলাদা শাকিব খান দেখতে পাবেন। তবে এটুকু বলতে পারি, এমন গল্পে আমি আগে কখনও কাজ করিনি।” দর্শকের প্রতিক্রিয়াও প্রথম ঝলকের পর এই কথার সত্যতা নিশ্চিত করেছে।

‘সোলজার’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, এছাড়াও রয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমনসহ আরও এক ঝাঁক জনপ্রিয় শিল্পী।

জানা গেছে, সিনেমার শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে, ‘সোলজার’ বাংলা চলচ্চিত্রে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদি সিনেমা উৎসবে ঐশ্বরিয়া রাইয়ের বিশেষ উপস্থিতি
সৌদি সিনেমা উৎসবে ঐশ্বরিয়া রাইয়ের বিশেষ উপস্থিতি
অভিনয় ছাড়ার ঘোষণা মৌ খানের
অভিনয় ছাড়ার ঘোষণা মৌ খানের
মারা গেলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর
মারা গেলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর