উখিয়া সীমান্তের ওপারে গোলাগুলি, রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ


সীমান্তের ওপারে মিয়ানমারের সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে বৃহস্পতিবার রাতে আবারও প্রচণ্ড গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের সময় ছোড়া একটি গুলিতে উখিয়ার থাইংখালী ১২ নম্বর ক্যাম্পের রোহিঙ্গা যুবক মো. ইয়াসের (১৮) আহত হয়েছেন।
থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের আলী হোসেন জানান, রাতের অন্ধকারে সীমান্তে গোলাগুলির শব্দ শুনতে পেয়ে হঠাৎ ইয়াসেরের পেটের নিচে গুলি লেগে তিনি আহত হন।
উখিয়ার পালংখালি ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, থাইংখালী, পালংখালী, রহমতের বিল ও বালুখালীর সীমান্ত এলাকায় রাত ১১টা থেকে ভোর পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলেছে। এতে সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে; অনেকে পুরো রাত জেগে নিরাপত্তা নিয়ে সতর্ক ছিলেন।
উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “আমরা সতর্ক অবস্থানে আছি এবং পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বালুখালী বিওপির কাছে সীমান্তের ওপারে গুলির শব্দ পাওয়া গেছে।”
ভিওডি বাংলা/জা