• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ওবামাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ১০ অক্টোবর ২০২৫, ০১:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

নোবেল শান্তি পুরস্কারের জন্য ‘তীব্র প্রচেষ্টায়’ নিজের পূর্বসূরি বারাক ওবামার কৃতিত্বের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওবামার বিরুদ্ধে ‘কিছুই না করা’ এবং ‘দেশকে (যুক্তরাষ্ট্র) ধ্বংস করার’ অভিযোগও করেছেন তিনি।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে, গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং ‘আটটি যুদ্ধ’ শেষ করার ক্ষেত্রে নিজের কৃতিত্বের কথা তুলে ধরেন ট্রাম্প। তবে দাবি করেছেন, এসব তিনি এটি কোনো পুরস্কারের জন্য করেননি।

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে ট্রাম্প অভিযোগ করেন যে, ওবামা তার দায়িত্বের মাত্র কয়েক মাসের মাথায় নোবেল পেয়েছিলেন। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (ওবামা) এটা (নোবেল পুরস্কার) পেয়েছেন কিছুই না করার জন্য। এমনকি ওবামা জানতেন না তিনি কী জন্য নির্বাচিত হয়েছেন এবং তারা (নোবেল কমিটি) ওবামাকে এটা দিয়েছে আমাদের দেশকে ধ্বংস করা এবং অন্য কিছুই না করার জন্য।’

২০০৯ সালে ওবামা যখন তার প্রথম মেয়াদের আট মাস পূর্ণ করেন, তখন তিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি পান। যদিও এ ঘটনা অনেককে হতবাক করেছিল এবং এ নিয়ে নানা আলোচনাও ছিল।

ইসরাইল ও হামাসের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমাদের দেশকে ধ্বংস করার জন্য তারা ওবামাকে এটা দিয়েছে।’  
 
তিনি আরও বলেন, ‘আমি আটটি যুদ্ধ বন্ধ করেছি, যা আগে কখনও হয়নি। কিন্তু তাদের (নোবেল কমিটি) যা করার তাই করতে হবে। তারা যা-ই করুক না কেন, ঠিক আছে। আমি এটা জানি: আমি পুরস্কারের জন্য এসব করিনি, করেছি কারণ আমি অনেক জীবন বাঁচিয়েছি।’ 
 
সূত্র: এনডিটিভি


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি হচ্ছে গাজায়
আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি হচ্ছে গাজায়
ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
বাজেট ঘাটতিতে জাতিসংঘ, কমছে শান্তিরক্ষী বাহিনী
বাজেট ঘাটতিতে জাতিসংঘ, কমছে শান্তিরক্ষী বাহিনী