টাঙ্গাইলে বিশ্ব ডিম দিবস উদযাপিত


টাঙ্গাইলে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডিম দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার(১০ অক্টোবর) সকালে সদর উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. হেলাল উদ্দিন খান।
এদিন সকালে সদর উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের বেপারিপাড়া সরকারি শিশু পরিবার বালকের শিক্ষার্থীদের মাঝে জেলা প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে বিনামূল্যে ডিম বিতরণ করা হয়। শেষে বিশ্ব ডিম দিবস উপলক্ষে সদর উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে আলোচনা সভার আয়োজন করা হয়।
টাঙ্গাইল সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা ভেটেরিনারি অফিসার ডা. রৌশনী আক্তার, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. মো. শহিদুল আলম, দৈনিক মজলুমের কণ্ঠের সহকারী সম্পাদক এসএম আওয়াল মিয়া।
‘ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন’ প্রতিপাদ্যে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মো. শাহীন আলম, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জাঈদ তালুকদার, বাংলাদেশ পোল্ট্রি ইন্ড্রাটিস অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য মো. আলমগীর হোসেন স্বপন ও জেলা পোল্ট্রি সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ।
ভিওডি বাংলা/ এমএইচ