• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হিন্দুস্তান নয় সিদ্ধান্ত নিবে দেশের জনগণ - রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক    ১০ অক্টোবর ২০২৫, ০৫:০৩ পি.এম.
জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। ছবি: ভিওডি বাংলা

জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দেশের মানুষ যখন পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চায় তখন তারা সংবিধানের দোহায় দেয়। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সব বিষয়ে সংবিধান মানলে এই অন্তর্বর্তী সরকারও অবৈধ। দিল্লি সরকারের আধিপত্য ও দিল্লিতে বসে হাসিনার অপরাজনীতি চলবে না। কথাবার্তা পরিষ্কার, হিন্দুস্তান নয় সিদ্ধান্ত নিবে দেশের জনগণ। 

শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৪ টায় ৭ দফা দাবিতে বিজয়নগর পল্টন এলাকায় জাগপার বিক্ষোভ মিছিল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। 

রাশেদ প্রধান বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারে রাজি ছিল না পরে আন্দোলন করেছে। এখন পিআর পদ্ধতিতে রাজি না হলেও পরে ঠিকই আন্দোলন করবে। এই বিএনপি গণভোটেও রাজি ছিল না, এখন রাজি হয়েছে। জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করলে, গ্রামের মানুষের একাধিক প্রশ্ন পরে গণভোটের উত্তর দিতে অনেক সময় লাগবে। সময়মত ভোট শেষ হবে না। তাই গণভোট জাতীয় নির্বাচনের পূর্বে ডিসেম্বর মাসের মধ্যে হতে হবে। 

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে রাশেদ প্রধান বলেন, দেরিতে হলেও দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করেছেন, আপনাদের ধন্যবাদ। একই সাথে জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার শুরু করেন, তাদের কার্যক্রম নিষিদ্ধ করেন। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করেন। আগামী জাতীয় নির্বাচন লেভেল প্লেইং ফিল্ডে, পিআর পদ্ধতিতে, ভারতের প্রভাবমুক্ত হতে হবে। 

সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন, জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোঃ সফিকুল ইসলাম, ঢাকা মহানগর সভাপতি শ্যামল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুল, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু প্রমুখ। 

এদিকে জাগপার ৭ দফা দাবি নিয়ে দেশের ৭ বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। চট্টগ্রামে প্রেসিডিয়াম মেম্বার এ এম এম আনাছ, খুলনায় প্রেসিডিয়াম মেম্বার মোঃ নিজামদ্দিন অমিত, রাজশাহীতে প্রেসিডিয়াম মেম্বার মোঃ শামীম আক্তার পাইলট, সিলেটে সাংঠনিক সম্পাদক মোঃ শাহজাহান আহমদ লিটন, ময়মনসিংহে প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, বরিশালে জেলা সমন্বয়ক নান্নু হাওলাদার, রংপুরে জেলা সমন্বয়ক মাসুম বিল্লাহর নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়।
 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিআর নিয়ে জনগণের রায় আমরা গ্রহণ করব: গোলাম পরওয়ার
পিআর নিয়ে জনগণের রায় আমরা গ্রহণ করব: গোলাম পরওয়ার
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র সম্ভব: মির্জা ফখরুল
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র সম্ভব: মির্জা ফখরুল
জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি: রিজভী
জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি: রিজভী