• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৯ জেলে কারাদণ্ড

রাজবাড়ীতে ৪০ হাজার মিটার জাল ও ইলিশ মাছ জব্দ

রাজবাড়ী প্রতিনিধি    ১০ অক্টোবর ২০২৫, ০৫:১৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীতে পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় গত ২৪ ঘণ্টায় ৯ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় ৪০ হাজার মিটার জাল, ৭ কেজি ইলিশ মাছ জব্দ ও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ৩টা থেকে শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ৩টা পর্যন্ত জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সদর ও কালুখালী উপজেলার পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, ইলিশের প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এই সময়ের মধ্যে রাজবাড়ীতে ৫২টি অভিযান চালানো হয়েছে। এর মধ্যে ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া ২ লাখ ৯৩ হাজার মিটার জাল, ৫৬ কেজি ইলিশ মাছ জব্দ ও একটি নৌকা নিলামে বিক্রি করা হয়েছে ৩৬ হাজার টাকায়।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, “ইলিশের প্রজনন মৌসুমে কেউ যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, সে জন্য অভিযান চলমান রয়েছে।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডাসারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ডাসারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
মহাকাশ গবেষণায়-পাবনা ভাঙ্গুড়ার কৃতিসন্তান
মহাকাশ গবেষণায়-পাবনা ভাঙ্গুড়ার কৃতিসন্তান
অটোরিক্সার দাপটে হারিয়ে যাচ্ছে প্যাডেল রিক্সার ঐতিহ্য
অটোরিক্সার দাপটে হারিয়ে যাচ্ছে প্যাডেল রিক্সার ঐতিহ্য