• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি    ১০ অক্টোবর ২০২৫, ০৬:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলার বিভিন্ন স্তরের মানুষ। এতে সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরাও অংশ নেন।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে নগরীর কান্দিরপাড় পূবালী চত্ত্বরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, বিভাগ ঘোষণার জন্য প্রয়োজনীয় সব কিছুই কুমিল্লায় রয়েছে। অথচ কুমিল্লাকে বিভাগ ঘোষণা নিয়ে দীর্ঘদিন ধরে নানা টালবহানা ও ষড়যন্ত্র চলছে। যখনই বিভাগ ঘোষণার সময় আসে, তখনই কোনো না কোনো কলকাঠির কারণে তা পিছিয়ে যায়। এ সময় দ্রুত কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি জানান তারা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন্দুয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
কেন্দুয়ার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
নলছিটিতে দপ্তরির ইঁদুর মারা ফাঁদে স্বেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম
পাশাপাশি তিন ভাইয়ের কবর, কুমারখালীর মোহাম্মদ চলছে শোকের মাতম