এই জাতির ক্রান্তিকাল আর কাটে না: আবদুস সালাম


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ‘এই জাতির ক্রান্তিকাল আর কাটে না। পাকিস্তান আমল থেকেই এই ক্রান্তিকাল শুরু হয়েছে-একটা যায়, একটা আসে। শান্তিতে থাকার জন্য মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য দেশটা স্বাধীন করলাম কিন্তু স্বাধীনতার দোহাই দিয়ে যারা ক্ষমতায় আসলো তারাই স্বৈরাচার হয়ে গেল। আবার রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান দেশে সুবাতাস বইছিলো তখনও বিপত্তি খালেদার জিয়ার নেত্রিতে যখন দেশ ভালো চলছিল মাঝখানে এই স্বৈরাচার ফিরে আসলো। এই ফিরে আসার মধ্যে আমাদের জীবন থেকে ১৭টা বছর হারিয়ে গেল। একটা মানুষের জীবন থেকে যদি ১৭টা বছর চলে যায় তার আর কয় বছর বাকি থাকে।’
শুক্রবার (১০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত “ধর্ম, নীতি-নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমের চেয়ে ক্ষমতা বড় না হোক” শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
উপদেষ্টা আবদুস সালাম বলেন, স্বাধীনতার উদ্দেশ্য ছিল মানুষের মৌলিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠা করা। কিন্তু স্বাধীনতার দোহাই দিয়ে ক্ষমতায় আসার পর যারা দায়িত্ব নিয়েছেন তারা স্বৈরাচার হয়ে গেছেন। তিনি বলেন, “শহীদ জিয়ার হাত ধরে দেশে সুবাতাস শুরু হয়েছিল, খালেদা জিয়ার আমলে তা বজায় ছিল; পরে আবার স্বৈরাচার ফিরে এসেছে। এই ১৭ বছর জাতীয় জীবন থেকে চলে গেছে -মানুষের জীবনে ১৭ বছর চলে গেলে বাকি কী থাকে?”
যে নির্দিষ্ট কিছু দল নির্বাচন পেছানো ও দেশকে ঘিরে ষড়যন্ত্র করছে। যারা জল্লাদ ছিল- জনগণকে জবাই করেছে-তারা নিজেরা অপরাধ স্বীকার করেনি এবং তাদেরকে উপকৃত করেছে কিছু গোষ্ঠী। এসব বিষয় তুলে ধরে তিনি বলেন, ‘একটি দল তাদের শক্তিকে বেগবান করার দায়িত্ব নিয়েছে; তাদের কাছে হাজার হাজার কোটি টাকা আছে।’
ভোটের অধিকার দ্রুত জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, জনগণই সিদ্ধান্ত নেবে কার পক্ষে ভোট দেবে- মানুষই ঠিক করবে তারা ধানের শীষ চায় নাকি, অন্য মার্কা চায়। দেশ কিভাবে চলবে তা সরকারই নির্ধারণ করবে; তবে জনগণের ম্যান্ডেট ফেরাতে শেখ হাসিনা ভয় পেয়েছে এবং কেউ কেউ এই ম্যান্ডেট দিতে চায় না।
উপদেষ্টা আরও বলেন, পার্বত্য অঞ্চলে অশান্তি তৈরি করা হচ্ছে এবং পাসের দেশ সরাসরি এতে জড়িত। জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং জনগণের ঐক্য ছাড়া বিকল্প নেই।
বিএনপির ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে আবদুস সালাম বলেন, বিএনপির জন্মই হয়েছিল জনগণের সেবায়; জিয়াউর রহমান ও খালেদা জিয়াই দেশের গণতন্ত্র ও উন্নয়নে ভূমিকা রেখেছেন। এখন তাদের যোগ্য উত্তরসূরি তারেক রহমান দেশ নেতৃত্ব দেবেন।
আবারও নির্বাচন দ্রুত করার ওপর জোর দাবি জানিয়ে বর্ষীয়ান এই নেতা বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে-প্রয়োজনে জনগণকে নিয়ে মাঠে নামতে হবে। দেশের সমস্যার সমাধান হবে শক্তিশালী সরকার ও সাহসী নেতৃত্ব থেকেই, যারা আন্তর্জাতিকভাবে দেশের স্বার্থ রক্ষায় সক্ষম।’
ভিওডি বাংলা/জা