বিএনপি পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয়: ডা. জাহিদ


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কোনো অবস্থাতেই পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয়। জনগণের মতামত না নিয়ে কোনো দলীয় স্বার্থে নতুন ভোটপদ্ধতি চাপিয়ে দেওয়া যায় না।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রংপুর শিল্পকলা অ্যাকাডেমিতে জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর স্মরণসভায় অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন, “যারা নতুন নতুন পদ্ধতির কথা বলছেন, তারা শুধু নির্বাচনী প্রক্রিয়া দীর্ঘায়িত করার অজুহাত খুঁজছেন। বাংলাদেশের মানুষ সরাসরি ভোটের মাধ্যমেই প্রতিনিধিত্বে বিশ্বাসী—এটাই সংবিধানেরও নির্দেশ।”
তিনি আরও বলেন, “যেসব দল পিআরের কথা বলছে, তারা চাইলে নির্বাচনী ইশতেহারে তা উল্লেখ করতে পারে। কিন্তু জনগণ যদি তাদের সমর্থন না দেয়, তাহলে জোর করে কোনো পদ্ধতি চাপিয়ে দেওয়া যায় না।”
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি জানান, খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবেন।
নির্বাচনে প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, “৩০০ আসনের প্রতিটিতেই বিএনপির যোগ্য প্রার্থী আছে। পার্লামেন্টারি বোর্ড যথাসময়ে প্রার্থীদের নাম ঘোষণা করবে।”
তিনি আরও জানান, ফেব্রুয়ারির মধ্যভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—বিএনপি এ বিষয়ে আশাবাদী এবং নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে।
অন্যদিকে, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, “এনসিপির প্রতীক নিয়ে আপত্তি তাদের নিজস্ব বিষয়। তবে অন্য দলের প্রতীকের বিরুদ্ধে আপত্তি তোলা শোভনীয় নয়।”
রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলামসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা।
ভিওডি বাংলা/ আরিফ