• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাহিকার সঙ্গে সম্পর্কে সিলমোহর হার্দিকের!

বিনোদন ডেস্ক    ১০ অক্টোবর ২০২৫, ০৮:৫০ পি.এম.
ব্রিটিশ গায়িকা জৈসমিন ওয়ালিয়ার। ছবি: সংগৃহীত

নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পরে হার্দিকের নাম জড়িয়েছিল ব্রিটিশ গায়িকা জৈসমিন ওয়ালিয়ার সঙ্গে। কিন্তু মাহিকার সঙ্গে প্রকাশ্যে হার্দিককে ঘুরতে দেখে যেন নিজেকে আটকাতে পারলেন না জৈসমিন।

বেশ অনেক দিন ধরেই গুঞ্জনটা শোনা যাচ্ছিল। বছর ২৪-এর মডেল মাহিকা শর্মার প্রেমে পড়েছেন হার্দিক পাণ্ড্য। খেলার মাঠে ক্রিকেটতারকা হার্দিকের ‘সোয়্যাগ’-এর সঙ্গে পরিচিত সকলেই। ব্যক্তিগত জীবনেও মানুষটা ততটাই রঙিন, দাবি সহকর্মীদের। নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে তাঁর নাম জড়িয়েছিল ব্রিটিশ গায়িকা জৈসমিন ওয়ালিয়ার সঙ্গে। এ বার মাহিকার সঙ্গে হার্দিককে প্রকাশ্যে ঘুরতে দেখে যেন নিজেকে আটকাতে পারলেন না জৈসমিন।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে কালো পোশাক পরে গাড়িতে চেপে মুম্বই বিমানবন্দরে আসেন যুগলে। বিমানে ওঠার আগে পর্যন্ত ২৪ বছরের প্রেমিকাকে আগলে ছিলেন ক্রিকেটার। নিমেষে ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো। এর পর জৈসমিন নিজের সমাজমাধ্যমে লেখেন, ‘‘হয়তো আমি সিঙ্গল, হয়তো প্রাক্তনের সঙ্গে আছি। হয়তো আমি তোমার।’’ মাইলি সাইরাসের গাওয়া একটি বিজ্ঞাপনী গানের অংশ ব্যবহার করে কোন ইঙ্গিত দিতে চাইলেন জৈসমিন? এই নিয়ে চলছে বিস্তর বিশ্লেষণ। অনেকেই গায়িকার মন্তব্য বাক্সে হার্দিকের দিকেই ইঙ্গিত দিয়েছেন। অনেকেরই ধারণা, হার্দিকের উদ্দেশেই নাকি এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন গায়িকা।

অন্য দিকে, হার্দিকের নতুন প্রেমিকার সঙ্গে অনেকেই মিল খুঁজে পেয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী নাতাশার। অনেকেরই দাবি, নাতাশার মতো মেয়েই নাকি আদতে পছন্দ করেন হার্দিক। নাতাশা তাঁর কর্মজীবন শুরু করেন মডেলিং দিয়ে। মাহিকার শুরুটাও সে ভাবে। মডেলিংয়ের পাশাপাশি শরীরচর্চা নিয়েও যথেষ্ট আগ্রহী মাহিকা। এই বিষয়েও নাতাশার সঙ্গে তাঁর মিল খুঁজে পেয়েছেন অনুরাগীরা। নাতাশা তাঁর অভিনয়জীবনের শুরুটা করেন ২০১৩ সালে, ‘সত্যাগ্রহ’ ছবির মাধ্যমে। ছবিটি সে ভাবে সাফল্যের মুখ দেখেনি। অন্য দিকে, মাহিকাও ২০১৯ সালে ‘পি এম নরেন্দ্র মোদী’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন। কিন্তু অভিনয়ের সাফল্য আপাতত অধরা তাঁরও।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪ খাবারেই ফিট থাকেন শাহরুখ খান
৪ খাবারেই ফিট থাকেন শাহরুখ খান
এবার দুষ্টু বাচ্চাদের সঙ্গে মিস্টার বিন
এবার দুষ্টু বাচ্চাদের সঙ্গে মিস্টার বিন
লতা মঙ্গেশকরের নামে গড়ে উঠছে এশিয়ার বৃহত্তম হাসপাতাল
লতা মঙ্গেশকরের নামে গড়ে উঠছে এশিয়ার বৃহত্তম হাসপাতাল