• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ওমর ফারুক মিন্টুর মৃত্যুতে আবদুস সালামের শোকবার্তা

নিজস্ব প্রতিবেদক    ১০ অক্টোবর ২০২৫, ০৯:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী মহিলা দল-ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি এ্যাডভোকেট রুনা লায়লা’র স্বামী ওমর ফারুক মিন্টু আজ শুক্রবার (১০ অক্টোবর) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। ওমর ফারুক মিন্টু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

শোকবার্তায় তিনি বলেন, ‘মরহুম ওমর ফারুক মিন্টু একজন সৎ, সজ্জন,পরোপকারী এবং ধার্মিক ব্যক্তি হিসেবে প্রতিবেশীদের নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। মরহুমের শোকাহত পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে ব্যথিত হয়েছি। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

শোকবার্তায় ওমর ফারুক মিন্টু’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান আবদুস সালাম।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমার স্বামীকে হত্যা করা হয়েছে
নাসির উদ্দিন পিন্টুর সহধর্মিণী আমার স্বামীকে হত্যা করা হয়েছে
খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে চিকিৎসা গ্রহণ করছেন
খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে চিকিৎসা গ্রহণ করছেন
৩ দলের নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করবে আজ
৩ দলের নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করবে আজ