• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের টানা দ্বিতীয় হার

স্পোর্টস ডেস্ক    ১১ অক্টোবর ২০২৫, ০৯:৩২ এ.এম.
ছবি: সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপে টানা দ্বিতীয় পরাজয়ের মুখ দেখল বাংলাদেশ নারী দল। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৬ উইকেটে হারের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও বড় ব্যবধানে হারল নিগার সুলতানা জ্যোতির দল।

শুক্রবার (১০ অক্টোবর) গোয়াহাটিতে অনুষ্ঠিত ম্যাচে কিউই নারীদের দেওয়া ২২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪২ ওভার ৩ বলেই ১২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে ১০০ রানের বড় ব্যবধানে হারতে হয় টাইগ্রেসদের।

মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। কিউই পেসার রোসামারি মাইর ও জেস কারের আগ্রাসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি টাইগ্রেসরা। দুই ওপেনার রুবায়া হায়দার ও শারমিন আক্তার ফেরেন সিঙ্গেল ডিজিটে। এরপর মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন সোবহানা মোস্তারি। দলীয় ২৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৪ রান করে আউট হলে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৩০ রানে ৪ উইকেট। কিছুক্ষণ পরই ১ রান করে ফেরেন সুমাইয়া আক্তার। এরপর ৩৩ রানে ৬ উইকেট হারিয়ে একপ্রকার ধস নামে টাইগ্রেসদের ইনিংসে।

এরপর ফাহিমা খাতুন ও নাহিদা আক্তার ৩৩ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়েন। ব্যক্তিগত ১৭ রানে নাহিদা আউট হলে আবারও ভেঙে পড়ে ইনিংস। ফাহিমা খাতুন করেন ৩৪ রান, রাবেয়া খান ২৫ রানে বিদায় নেন।

নিউজিল্যান্ডের হয়ে জেস কার ও লিয়া তাহুহু সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান তোলে নিউজিল্যান্ড নারী দল। দলের হয়ে ব্রুক হালিডে সর্বোচ্চ ৬৯ রান এবং অধিনায়ক সোফি ডিভাইন ৬৩ রান করেন। শেষ দিকে ম্যাডি গ্রিন যোগ করেন আরও ২৮ রান। বাংলাদেশের হয়ে রাবেয়া খান নেন ৩ উইকেট।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভালো ড্রেস না থাকায় দাওয়াত পেতাম না: মারুফা আক্তার
ভালো ড্রেস না থাকায় দাওয়াত পেতাম না: মারুফা আক্তার
সাকিব বিশ্বে একজন, মনে করেন তানজিম
সাকিব বিশ্বে একজন, মনে করেন তানজিম
সিরিজ বাঁচানোর লড়াইয়ে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
সিরিজ বাঁচানোর লড়াইয়ে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ