বিশ্বকাপে ডাক পেলেন ঢাবি ছাত্রদল নেতা


অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলে জায়গা পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মো. সাহিদুর রহমান সাজু। শুক্রবার (১০ অক্টোবর) ছাত্রদলের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
জানা যায়, ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের জন্য বাংলাদেশ হকি ফেডারেশন ঘোষিত ২০ সদস্যের দলে সুযোগ পেয়েছেন মো. সাহিদুর রহমান সাজু।
সাজু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য।
ছাত্রদলের পক্ষ থেকে তার এই অর্জনে গর্ব প্রকাশ করা হয়েছে। সংগঠনটি জানায়, শিক্ষা ও খেলাধুলায় সমানভাবে কৃতিত্বের এই উদাহরণ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। সাজুর প্রতি দলের পক্ষ থেকে শুভকামনা জানানো হয়েছে যেন তিনি দেশের জন্য সম্মান বয়ে আনতে পারেন।
ভিওডি বাংলা/জা