• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মেক্সিকোতে এক সপ্তাহের ভারী বৃষ্টিতে প্রাণ গেল ২৭ জনের

আন্তর্জাতিক ডেস্ক    ১১ অক্টোবর ২০২৫, ১১:০৪ এ.এম.
ছবি: সংগৃহীত

মেক্সিকোতে টানা এক সপ্তাহ ধরে চলা ভারী বৃষ্টিপাতে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। 

মেক্সিকোর বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, দেশটির ৩২টি রাজ্যের মধ্যে ৩১টিতেই বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল হলো পূর্বাঞ্চলের ভেরাক্রুজ, মধ্যাঞ্চলের কেরেতারো ও হিদালগো, এবং উত্তর-কেন্দ্রীয় রাজ্য সান লুইস পোতসি।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে হিদালগো রাজ্যে, যেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত এক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুয়েবলা রাজ্যে আরও পাঁচজনের মৃত্যু ও ১১ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ভেরাক্রুজে এক শিশুর মৃত্যু এবং কেরেতারোতে এক পুলিশ কর্মকর্তার মৃত্যুর ঘটনা ঘটেছে।

জাতীয় বেসামরিক প্রতিরক্ষা সমন্বয়ক লাউরা ভেলাজকেজ জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ভূমিধস, নদীর পানি উপচে পড়া ও সড়ক ধসে পড়ার ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “আমরা জনগণকে সহায়তা, রাস্তা পুনরায় খুলে দেওয়া এবং বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের কাজ করছি।”

সরকার জানিয়েছে, দুর্গত এলাকায় সহায়তা পৌঁছে দিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে প্রায় সাড়ে পাঁচ হাজার সৈন্য, উদ্ধার সরঞ্জাম ও যানবাহন সেখানে পাঠানো হয়েছে। গৃহহীনদের জন্য আশ্রয়কেন্দ্রও খোলা হয়েছে।

চলতি বছরে মেক্সিকোতে অস্বাভাবিক পরিমাণে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। রাজধানী মেক্সিকো সিটিতেও এ বছর রেকর্ড বৃষ্টি হয়েছে।

এদিকে, প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ধেয়ে আসা গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘রেমন্ড’ দেশটির বৃষ্টিপাতের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। এই ঝড়ের প্রভাবে চিয়াপাস, গুয়েরেরো, ওয়াহাকা ও মিচোয়াকান রাজ্যে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, আগামী সপ্তাহে ঝড়টি দক্ষিণ বাজা ক্যালিফোর্নিয়া উপকূলে আঘাত হানতে পারে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, এএফপি

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুদানের এল-ফাশারে আরএসএফের হামলায় নিহত অন্তত ৩০
সুদানের এল-ফাশারে আরএসএফের হামলায় নিহত অন্তত ৩০
ইসরাইলি জিম্মিরা মুক্তি পাবে সোমবার: ট্রাম্প
ইসরাইলি জিম্মিরা মুক্তি পাবে সোমবার: ট্রাম্প
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা