• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিরিজ বাঁচানোর লড়াইয়ে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক    ১১ অক্টোবর ২০২৫, ১১:২১ এ.এম.
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচাতে আজ মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সমতায় ফিরতে মরিয়া মেহেদী হাসান মিরাজের দল।

শনিবার (১১ অক্টোবর) আবুধাবিতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। আজ হেরে গেলে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা তৃতীয়বার হারের লজ্জায় পড়বে মিরাজরা।

আফগানিস্তানের বিপক্ষে আগের চারটি ওয়ানডে সিরিজের প্রথম দুটি জিতেছিল বাংলাদেশ। তবে ২০২৩ ও ২০২৪ সালে অনুষ্ঠিত শেষ দুই সিরিজে জয় পেয়েছে আফগানরা। গত এক মাসে এশিয়া কাপ ও দ্বিপাক্ষিক সিরিজ মিলিয়ে টি-টোয়েন্টিতে আফগানদের চারবার হারালেও ওয়ানডেতে যেন ব্যর্থতার চোরাবালিতে আটকে আছে লাল-সবুজরা।

এ বছর ওয়ানডেতে ছয় ম্যাচের পাঁচটিতেই হেরেছে বাংলাদেশ। গত ১২ মাসে সব মিলিয়ে জিতেছে মাত্র দুটি ওয়ানডে। এর প্রভাব পড়েছে র‌্যাংকিংয়েও- দশে নেমে গেছে মেহেদী মিরাজের দল।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আগামী মার্চে প্রকাশিত র‌্যাংকিংয়ে শীর্ষ আটে থাকতে হবে। তাই প্রতিটি ম্যাচই এখন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ওয়ানডে র‌্যাংকিংয়ে সাতে থাকা আফগানিস্তানকে আজ হারাতে পারলে শুধু সিরিজে টিকে থাকাই নয়, রেটিং পয়েন্টও বাড়বে বাংলাদেশের। সেক্ষেত্রে মঙ্গলবারের তৃতীয় ম্যাচটি রূপ নেবে অলিখিত ফাইনালে।

প্রথম ম্যাচে ভালো শুরুর পরও বাংলাদেশ গুটিয়ে যায় ২২১ রানে। টি-টোয়েন্টিতে ঝড় তোলা সাইফ হাসান ওয়ানডে অভিষেকে ছন্দ খুঁজে পাননি। অধিনায়ক মিরাজ ও তাওহিদ হৃদয় অর্ধশতক পেলেও পরিস্থিতির দাবি মেটাতে পারেননি কেউ। সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ছিলেন ছন্দহীন। আফগান স্পিনারদের বিপক্ষে ব্যাটাররা খেলেছেন ১৬৮টি ডট বল- যা দলীয় বিপর্যয়ের বড় কারণ।

আজ সিরিজ বাঁচানোর লড়াইয়ে তাই এই জায়গায় উন্নতির কোনো বিকল্প নেই।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভালো ড্রেস না থাকায় দাওয়াত পেতাম না: মারুফা আক্তার
ভালো ড্রেস না থাকায় দাওয়াত পেতাম না: মারুফা আক্তার
সাকিব বিশ্বে একজন, মনে করেন তানজিম
সাকিব বিশ্বে একজন, মনে করেন তানজিম
বিশ্বকাপে ডাক পেলেন ঢাবি ছাত্রদল নেতা
বিশ্বকাপে ডাক পেলেন ঢাবি ছাত্রদল নেতা