• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঠাকুরগাঁও-২ আসনে আলোচনার কেন্দ্রবিন্দু ডা. আব্দুস সালাম

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি    ১১ অক্টোবর ২০২৫, ১১:৪২ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-২ আসনে (বালিয়াডাঙ্গী, হরিপুর ও রানীশংকৈলের আংশিক এলাকা) নতুন আশার আলো হয়ে উঠেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক মহাসচিব ও বিশিষ্ট চিকিৎসক ডা. আব্দুস সালাম। বিএনপির উচ্চপর্যায়ের সূত্রে জানা গেছে, তিনি ইতোমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, "দেশনায়ক" তারেক রহমানের কাছ থেকে  ফাইনাল সবুজ সংকেত পেয়েছেন।

রাজনীতির মাঠে দীর্ঘদিনের কর্মী হিসেবে পরিচিত ডা. সালাম রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন। পরবর্তীতে তিনি ড্যাবের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং চিকিৎসক সমাজে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেন।

রাজনীতির পাশাপাশি মানবসেবায় নিবেদিত এই চিকিৎসক দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও জেলার অসংখ্য দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, অসচ্ছল পরিবারের সহায়তা, মসজিদ-মন্দির-মাদ্রাসা ও দাতব্য প্রতিষ্ঠানে আর্থিক অনুদান-এসব কর্মকাণ্ড তাকে সাধারণ মানুষের হৃদয়ে স্থান দিয়েছে। ফলে এলাকায় তিনি এখন “আশার প্রদীপ” নামে পরিচিত।

ডা. আব্দুস সালাম বলেন, দুর্গাপূজার সময় আমি আমার নির্বাচনী এলাকায় থেকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিয়েছি। পরবর্তীতে ঢাকায় গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে পুনরায় এলাকায় ফিরে কাজ শুরু করতে বলেন। তিনি জানিয়েছেন, আগামী সংসদ নির্বাচনে আমি ঠাকুরগাঁও-২ আসনে দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। এখন আমি মানুষের পাশে থেকে তাদের সেবা ও সমর্থন অর্জনের কাজ করে যাচ্ছি।”

তারেক রহমানের নির্দেশনা পাওয়ার পর থেকেই ডা. সালাম নির্বাচনী মাঠে আরও সক্রিয় হয়েছেন। সম্প্রতি তিনি দুইদিনব্যাপী বিশাল মোটরসাইকেল শোডাউন ও পথসভা করেন। তিনি বালিয়াডাঙ্গী, লাহিড়ি, পাড়িয়া, স্কুলহাট, মোড়লহাট, বাদামবাড়ি হাট, চেকপোস্ট, ধর্মগড়, কাশিপুর,  পুলের হাট, কালমেঘ, মিলটেক, হলদিবাড়ি, কাঠালডাঙ্গী বাজার,  হরিপুর, যাদুরানী বাজার ও বনগাঁওসহ একাধিক হাট-বাজারে জনসংযোগ চালান।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন,ডা. আব্দুস সালাম একজন সৎ, শিক্ষিত ও সমাজসেবায় নিবেদিত ব্যক্তি। তিনি প্রার্থী হলে ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি নিশ্চিত বিজয় লাভ করবে।”

জনগণের আস্থা ও সেবার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা এই চিকিৎসক এখন নির্বাচনী এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনেকেই বলছেন, ডা. আব্দুস সালামের নেতৃত্বে ঠাকুরগাঁও-২ আসনে রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা ঘটতে পারে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৭ বছরে মানুষ ভোটের স্বাদ ভুলে গিয়েছিল: মুশফিকুর
১৭ বছরে মানুষ ভোটের স্বাদ ভুলে গিয়েছিল: মুশফিকুর
ক্রসফায়ার দিয়ে সন্ত্রাস দমন করতে চাই না: আইজিপি
ক্রসফায়ার দিয়ে সন্ত্রাস দমন করতে চাই না: আইজিপি
করিমগঞ্জে দুই আ'লীগ নেতা গ্রেপ্তার
করিমগঞ্জে দুই আ'লীগ নেতা গ্রেপ্তার