ঢাবি, বুয়েট ও ঢামেকে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান


ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) শনিবার (১১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্পাসে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে।
এই অভিযানের অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ফুটপাতে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান আনন্দবাজার মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত চালানো হয়।
অভিযানে ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান উপস্থিত ছিলেন।
ডিএসিসির বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের ১৩০০ কর্মী এবং ডাকসু সদস্য ও ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মীরা অংশগ্রহণ করেন। অভিযানের সময় ড্রেন, নর্দমা, ফুটপাত ও জমে থাকা ময়লা পরিষ্কার করা হয় এবং মশার ওষুধ প্রয়োগ করা হয়। পাশাপাশি জনসচেতনতামূলক র্যালিও আয়োজন করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, ডাকসুর ভিপি মো. আবু সাদিক এবং বুয়েট ও ঢামেক প্রশাসনের সদস্যরাও উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/জা