শহিদ মিনারে সৈয়দ মনজুরুল ইসলামের মরদেহে সর্বসাধারণের শ্রদ্ধা


বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই। গত শুক্রবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর পর তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে আনা হয়। সেখানে কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী, ইংরেজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সংগীত বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
গত ৩ অক্টোবর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) যাওয়ার পথে গাড়িতে তিনি অসুস্থ বোধ করেন। গাড়িচালকের সহায়তায় তাকে নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
সৈয়দ মনজুরুল ইসলাম ১৯৫১ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং পরে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষকতার পর ২০১৮ সালে তিনি অবসর নেন। পরে তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যোগ দেন। ২০২৩ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক করা হয়। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদক লাভ করেছেন।
ভিওডি বাংলা/জা