ইসরাইলি জিম্মিরা মুক্তি পাবে সোমবার: ট্রাম্প


গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী হামাসের কাছে আটক জীবিত ইসরাইলিদের আগামী সোমবার (১৩ অক্টোবর) মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার এক বক্তব্যে তিনি বলেন, ‘সোমবার জিম্মিরা বাড়ি ফিরবে। তারা ভয়াবহ অবস্থায় আছেন। কোথায় আছেন, তা খুব কম মানুষই জানেন। বন্দিদের ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি ২৮টি মরদেহও হস্তান্তর করা হবে।’
ট্রাম্প আরও জানান, তিনি ইসরাইল সফর করবেন এবং নেসেটে (ইসরাইলের সংসদ) বক্তব্য দেবেন। এরপর তিনি মিশরেও যাবেন, যেখানে চুক্তি স্বাক্ষর হবে। এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের নেতারাও যোগ দেবেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর গাজায় তীব্র সামরিক অভিযান চালায় ইসরাইল। এ পর্যন্ত দখলদার বাহিনীর হামলায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও প্রায় ১ লাখ ৭০ হাজার আহত হয়েছেন। মাত্র দুই মাসের কিছু সময় যুদ্ধবিরতি থাকলেও বাকি সময় উপত্যকাটিতে অব্যাহত ছিল নির্বিচার হামলা।
এদিকে, শুক্রবার ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি ধ্বংসস্তূপে পরিণত নিজেদের বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। ইসরাইলি সেনারা গাজার কিছু এলাকা থেকে পিছু হটতে শুরু করলে গাজাবাসীরা দলে দলে গাজা সিটির দিকে ফিরে আসছেন।
ইসরাইলি সেনাবাহিনী জানায়, শুক্রবার স্থানীয় সময় দুপুরে (বাংলাদেশ সময় বিকেল ৩টা) যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। চুক্তির রূপরেখা অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর ৭২ ঘণ্টার মধ্যে গাজায় আটক ইসরাইলি জিম্মিদের মুক্তি এবং বিনিময়ে ইসরাইলে বন্দি শত শত ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে।
ভিওডি বাংলা/জা