• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মধুপুরে জাসাসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ১১ অক্টোবর ২০২৫, ০৪:১৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মধুপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় মধুপুর পৌর শহরের নোরকোনা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের আহ্বায়ক নহরুল ইসলাম, সদস্য সচিব বাবুল হোসেন, পৌর জাসাসের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব শামীম মিয়া, উপজেলা যুবকদের সাবেক যুগ্ন-আহ্বায়ক সোহেল রানা মাসুম, আব্দুল রহমান প্রমুখ। 
এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, “গাছই জীবনের প্রাণ। জলবায়ু পরিবর্তনের এই সময়ে বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি আরও বলেন, “বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের সর্বত্র সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছে জাসাস।”

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের অঙ্গীকার করেন।

আলোচনা শেষে এড. মোহাম্মদ আলী গাছের চারা রোপণ করে কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চরফ্যাশনে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার
চরফ্যাশনে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার
পাংশায় সাংবাদিকদের সাথে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
পাংশায় সাংবাদিকদের সাথে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
নাগরপুরের টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন
নাগরপুরের টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন