• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভাঙ্গুড়ায় পরিকল্পিত হামলায় যুবক কে কুপিয়ে জখম

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ১১ অক্টোবর ২০২৫, ০৫:০৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়ায় পূর্ব শত্রুতার জেরে এক যুবক কে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় তার কাছ থেকে স্বর্ণালঙ্কার ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ অক্টোবর) রাত আটটার দিকে ভাঙ্গুড়া মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে পাকা রাস্তায়। আহত যুবকের নাম মোঃ তানভীর আহমেদ শিমুল(২৭)। তিনি চৌবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের ৯ নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ সামছুল হক এর ছেলে।

আহতের বাবা সামছুল হক শুক্রবার রাতে ভাঙ্গুড়া থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়,একই গ্রামের মোঃ আশরাফ বিশ্বাস,মোঃ আতা বিশ্বাস,মোঃ আকাশ বিশ্বাস,মোঃ অনিক বিশ্বাস, মোঃ সোহান বিশ্বাস সহ আরও ৩–৪ জন বৃহস্পতিবার রাতে পূর্বপরিকল্পিতভাবে তার ছেলের ওপর হামলা চালায়।

অভিযোগে বলা হয়,শিমুল শরৎনগর বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় অভিযুক্তরা তার পথরোধ করে ধারালো হাসুয়া,লোহার রড ও কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। এতে তার মাথা ফেটে যায় ও ডান পা ভেঙে যায়।

এ সময় হামলাকারীরা তার হাতের দুটি স্বর্ণের আংটি, গলার স্বর্ণের চেইন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় এবং মোটরসাইকেল টি ভাঙচুর করে। স্থানীয়রা আহত শিমুল কে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,এবিষয়ে একটি মামলা রুজু হয়েছে,এবং আসামি মোঃ আতা বিশ্বাস কে আটক করা হয়েছে।বাকিদের আটকের চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চরফ্যাশনে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার
চরফ্যাশনে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার
পাংশায় সাংবাদিকদের সাথে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
পাংশায় সাংবাদিকদের সাথে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
নাগরপুরের টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন
নাগরপুরের টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন