• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কিশোরগঞ্জে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক এর ১৩তম বর্ষপূর্তি উদযাপন

নীলফামারী প্রতিনিধি    ১১ অক্টোবর ২০২৫, ০৫:০৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নীলফামারীর কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের ১৩তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান। দিনব্যাপী নানান কর্মসূচি পালনের মাধ্যমে ও কেক কেটে উদযাপন করা হয়।

উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে আমন্ত্রিত  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় প্রধান ও ন্যাশনাল লিডার মোঃ ইবনে সাঈদ অঙ্কুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ হাবিবুল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরনাহার শাহজাদী ।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামুলক  বক্তব্য রাখেন । অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাব লিডার , শিক্ষার্থী, গাইড শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে দিনটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত থেকে এ আয়োজনে অংশ নেন।

২০১২ সাল থেকে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন দেশের কিশোর-কিশোরীদের সুস্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, কৈশোরকালীন পুষ্টি ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসছে।

মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ক্লাব কার্যক্রম পরিচালনার মাধ্যমে এ সংগঠন ইতোমধ্যে দেশের বিভিন্ন উপজেলায় ইতিবাচক প্রভাব বিস্তার করেছে।

গর্বের বিষয়, কিশোরগঞ্জ উপজেলা এ কার্যক্রমে বিশেষ অগ্রগতি অর্জন করায় দেশের চতুর্থ “স্বর্ণ উপজেলা” হিসেবে স্বীকৃতি লাভ করেছে। অনুষ্ঠানে বক্তারা এ অর্জনকে উপজেলা প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টার ফল বলে উল্লেখ করেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চরফ্যাশনে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার
চরফ্যাশনে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার
পাংশায় সাংবাদিকদের সাথে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
পাংশায় সাংবাদিকদের সাথে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
নাগরপুরের টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন
নাগরপুরের টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন