আমতলী-তালতলী সংসদীয় আসন পুন:র্বহালের দাবীতে মতবিনিময় সভা


আমতলী-তালতলী (সাবেক বরগুনা-৩) সংসদীয় আসন পুনর্বহালের দাবীতে শনিবার সকাল ১০টায় আমতলী উপজেলা আইনজীবি সমিতির মিলতায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আমতলী ও তালতলী উপজেলা উন্নয়ন ফোরাম এ সভার আয়োজন করে।
আমতলী ও তালতলী উপজেলা উন্নয়ন ফোরামের আহবায়ক ও খেলাফত বরগুনা জেলা শাখার সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য প্রফেসর গাজী আব্দুল মন্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি আমতলী উপজেলা শাখার সাবেক সভাপতি ও আমতলী –তালতলী আসন পুন:র্বহাল কমিটির আহবায়ক এ্যাডভোকেট আলহাজ¦ মো. নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাংবাদিক মো. জাকির হোসেন, জামাতে ইসলাম বরগুনা জেলা শাখার প্রচার ও ও মিডিয়া সম্পাদক মো. আব্দুল মালেক, খেলাফত মজলিশ আমতলী উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা এইচ এম হাসান মাহমুদ, ও খেলাফত আমতলী পৌর কমিটির সভাপতি মো. মনোয়ার হোসেন ফকির প্রমুখ। বক্তবারা ভৌগলিক বিবেচনায় আমতলী-তালতলী (বরগুনা-৩ সাবেক) সংসদীয় আসন পুন:র্বহালের দাবী জানান।
ভিওডি বাংলা/ এমএইচ