• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অভিযুক্ত ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে

নিজস্ব প্রতিবেদক    ১১ অক্টোবর ২০২৫, ০৬:১৮ পি.এম.
জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন কর্মকর্তা ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে ১৪ জন কর্মরত ও একজন এলপিআরে থাকা কর্মকর্তা রয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) বিকালে ঢাকা সেনানিবাসের মেসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলাসংক্রান্ত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

তিনি বলেন, যাদের হেফাজতে নেওয়া হয়েছে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ৮ ও ৯ অক্টোবর তাদের হেফাজতে নেওয়া হয়।

গুম কমিশন ও প্রসিকিউশনকে সার্বক্ষণিক সহযোগিতা করা হচ্ছে জানিয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, অফিসিয়ালভাবে আমরা কোনও কাগজ পাইনি। তথ্যের ভিত্তিতে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। যাতে কেউ বলতে না পারে সেনাবাহিনী কারো পক্ষে কাজ করছে। আমরা চাচ্ছি যারা অপরাধ করেছে তাদের বিচার হোক। আমরা বিচারের পক্ষে।

জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান বলেন, যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে তাদের মধ্যে ১৫ জন কর্মকর্তা ঢাকায় সেনা হেফাজতে আছে। আমরা ১৬ জনকে সেনা হেফাজতে আসার জন্য বলেছিলাম। তাদের ১৫ জন্য আমাদের সেনা হেফাজতে এসেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষকপীড়ন সভ্য রাষ্ট্রে গ্রহণযোগ্য নয়: হাসনাত
শিক্ষকপীড়ন সভ্য রাষ্ট্রে গ্রহণযোগ্য নয়: হাসনাত
কর্মকর্তারা নির্বাচনে নিরপেক্ষ না থাকলে ব্যবস্থা নেব: জনপ্রশাসন সচিব
কর্মকর্তারা নির্বাচনে নিরপেক্ষ না থাকলে ব্যবস্থা নেব: জনপ্রশাসন সচিব
শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি : সিইসি
শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি : সিইসি