কটাক্ষের পাল্টা জবাব যা বললেন সোনাক্ষী


জাহির ইকবালকে বিয়ে করে প্রায়ই কটাক্ষের মুখে পড়েন সোনাক্ষী সিন্হা। তাঁর বিয়ের সময় ‘লভ জিহাদ’ প্রসঙ্গ পর্যন্ত টেনে আনা হয়। হিন্দু হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করায় তাঁকে ধর্ম পরিবর্তন করতে হয়েছে কি না, এমন নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে। সম্প্রতি স্বামীর সঙ্গে আবু ধাবি যান সোনাক্ষী। সেখানে মসজিদে নাকি জুতো পরে ঘুরেছেন তাঁরা? কটাক্ষে জেরবার হয়ে জবাব দিলেন শত্রুঘ্ন-কন্যা।
আবু ধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে স্বামীর সঙ্গে ঘুরতে দেখা যায় তাঁকে। সেখান থেকে একগুচ্ছ ছবি ও একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। তার পরনে সবুজ জংলা ছাপ চুড়িদার, মাথা ঢাকা ওড়না দিয়ে। পাশে স্বামী জাহিরকে দেখা যায় প্যান্ট-শার্ট, রোদচশমা পরে। কিন্তু দু’জনের পায়ে জুতো দেখে অনেকেই সমালোচনা শুরু করেন। ধর্মীয় স্থানে কী করে জুতো পরে ঢুকলেন তাঁরা? ওঠে প্রশ্ন। সমাজমাধ্যমে অনেকেই লেখেন, ‘‘মসজিদে জুতো পরে ঘোরার নিয়ম নেই।’’ এমন একাধিক মন্তব্য দেখে অবশেষে মুখ খুললেন সোনাক্ষী।
তিনি লেখেন, ‘‘সেই কারণেই জুতো পরে ঢুকিনি। নির্দিষ্ট জায়গায় জুতো খুলে ঢুকেছিলাম। এটুকু আমরা জানি। হয়ে গিয়েছে ট্রোল্ করা, এ বার জীবনে এগিয়ে যান।’’ তবে মসজিদে ঘুরে শান্তি পেয়েছেন তিনি, সে কথাও জানিয়েছেন অভিনেত্রী।
ভিওডি বাংলা/ এমএইচ