• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাংশায় প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১১ অক্টোবর ২০২৫, ০৬:৫১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় দিনে-দুপুরে এক প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। 

শনিবার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের জাগির মালঞ্চি গ্রামে সৌদি আরব প্রবাসী আব্দুর রাজ্জাকের বাড়িতে এ ঘটনা ঘটে।

হামলায় অভিযুক্ত একই গ্রামের আজগর মন্ডলের ছেলে সোহেল মন্ডল। সোহেল নিজেও সৌদি ফেরত প্রবাসী এবং সম্প্রতি সৌদি আরবে জেল খেটে দেশে ফিরে এসেছে বলে জানা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে।

এ সময় আব্দুর রাজ্জাকের স্ত্রী আম্বিয়া খাতুন বলেন, “আমার স্বামী বিদেশে থাকে। শ্বশুর-শাশুড়িকে নিয়ে আমি একাই বাড়িতে থাকি। শুক্রবার সকালে সোহেল হঠাৎ এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ৫ লক্ষ টাকা দাবি করে। টাকা না দিলে মারধর ও হত্যার হুমকি দেয়। আজ (শনিবার) দুপুরে অতর্কিত এসে কুড়াল দিয়ে বারান্দার গ্রীলসহ ঘরের আসবাবপত্র ভেঙে ফেলে। ঘরে থাকা প্রায় ১৫-১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ লক্ষ টাকা নিয়ে যায়। যাওয়ার সময় বিছানায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা এসে আগুন নিভিয়ে ফেলে।”

প্রবাসী রাজ্জাকের ভাইয়ের স্ত্রী জানান, “সোহেল গতকাল এসে হুমকি দিয়ে গেছে। আজ কুড়াল নিয়ে এসে বাড়ি-ঘর ভাঙচুর করেছে। আমি দ্রুত ঘরের ভেতরে গিয়ে কয়েকজনকে ফোন দিই। তারা আসতে আসতে ঘরের সব আসবাবপত্র ভেঙে লুটপাট করে নিয়ে যায়। আরও বলে গেছে এ ঘটনায় কেউ যদি মামলা করে তাকেও খুন করে ফেলবো।

অভিযুক্ত সোহেলের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার ভাই শামীম মন্ডল বলেন, “আমি এখনই বাড়িতে এসে বিষয়টি শুনেছি। আমার ভাই বাড়িতে নেই, আমি কিছু জানি না।”

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তবে দিনের বেলায় এমন হামলার ঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চরফ্যাশনে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার
চরফ্যাশনে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার
পাংশায় সাংবাদিকদের সাথে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
পাংশায় সাংবাদিকদের সাথে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
নাগরপুরের টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন
নাগরপুরের টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন