• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমান সম্পূর্ণ সুস্থ আছেন: এ কে এম ওয়াহিদুজ্জামান

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১১ অক্টোবর ২০২৫, ০৯:২২ পি.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ বলে যে সংবাদ পরিবেশন করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে সেটি সত্য নয় বলে দাবি করেছেন দলটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান।

তিনি তার ভেরিফাইড ফেসবুকে জানিয়েছেন, ‘ইত্তেফাকের নিউজটি সঠিক নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পূর্ণ সুস্থ আছেন।’

শনিবার (১১ অক্টোবর) রাতে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ হওয়ার খবরটি সত্য নয়। তিনি সুস্থ আছেন।

তিনি জানান, তারেক রহমান অসুস্থ হওয়ার খবরটি মিথ্যা। তারেক রহমান সুস্থ আছেন।

সঠিকতা যাচাই করে সংবাদ পরিবেশনের আহ্বান জানান বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন।

এদিকে শনিবার ১১ অক্টোর সাড়ে ৮টার দিকে দৈনিক ইত্তেফাক একটি সংবাদ প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শারী‌রিকভা‌বে অসুস্থ হয়ে পড়েছেন। জ্বরসহ ঠান্ডাজ‌নিত রো‌গে ভুগ‌ছেন তিনি। এটি সাধারণ জ্বর না কো‌ভি‌ড, সেই অনিশ্চয়তায় আগাম সতর্কতা অবলম্বন করছেন তিনি। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদে‌শের একজন সাক্ষাৎপ্রার্থীর সঙ্গে মাস্ক প‌রা অবস্থায় দেখা গে‌ছে তাকে।

সংবাদটিতে আরও বলা হয়, চল‌তি মা‌সের ২০ তা‌রি‌খে ওমরাহ পালনের উদ্দেশ্যে সপরিবারে লন্ডন ত্যাগ করার কথা ছিল তা‌রেক রহমা‌নের। এ জন‌্য ভিসা, টি‌কিট সংগ্রহসহ সব প্রস্তু‌তিও নেওয়া হ‌য়ে‌ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে ওমরাহ‌ পালনে যাওয়ার প‌রিকল্পনা বা‌তিল করেছেন তিনি।

এছাড়া, ন‌ভেম্ব‌রের তৃতীয় সপ্তা‌হে দে‌শে ফেরার প্রাথমিক প‌রিকল্পনা থাক‌লেও এখন দ্বিতীয় সপ্তা‌হে দে‌শে ফির‌তে চান তি‌নি। নির্বাচ‌নের আ‌গে পু‌রো তিন মাস প্রচারণাকাজে অংশ নিতে চান তি‌নি। দে‌শে ফেরার প‌থে ওমরাহ ক‌রে ফির‌বেন কিনা তা এখ‌নও জানা যায়নি। ত‌বে এখন দে‌শে ফের‌ার শেষ মুহূর্তের প্রস্তু‌তি চল‌ছে তার।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে: সামান্তা
সরকার দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে: সামান্তা
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে জাগপা
জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে জাগপা