ভুয়া ফেসবুক এ্যাকাউন্ট সম্পর্কে রিজভীর বিবৃতি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “অজ্ঞাত কুচক্রী মহল কর্তৃক আমার নামে ভূয়া ফেসবুক এ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করা হচ্ছে-যা সম্পূর্ণরুপে বানোয়াট ও ভিত্তিহীন। আমি এর আগেও গণমাধ্যমে বলেছি এবং থানায় জিডি করেছি যে, আমি নিজের নামে কখনোই ফেসুবক এ্যাকাউন্ট খুলিনি। আমার নামে খোলা এই সমস্ত ভূয়া ফেসবুক এ্যাকাউন্ট থেকে কোনও মতামতের সংগে আমার কোন ন্যুনতম সংশ্লিষ্টতা নেই। ভুয়া ফেসবুক এ্যাকাউন্ট এর মাধ্যমে আমার নামে বানোয়াট বক্তব্য ও মতামত প্রকাশ থেকে আমাকে পরিত্রাণ দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ফেসবুক কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করছি। পাশাপাশি এসব ভুয়া ফেসবুক একাউন্টে প্রচারিত বক্তব্য ও মন্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ সর্বসাধারণের প্রতি অনুরোধ জানাচ্ছি।”
শনিবার ১১ অক্টোবর রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিবৃতি এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
ভিওডি বাংলা/ এমপি