• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনের আগে

আ’লীগের কিছু নেতাকে ফাঁসিতে ঝুলানো হতে পারে: রনি

ভিওডি বাংলা ডেস্ক    ১১ অক্টোবর ২০২৫, ১০:২৪ পি.এম.
গোলাম মাওলা রনি। সংগৃহীত ছবি

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, সাম্প্রতিক সময়ে মানুষের মুখে-মুখে একটি ভয়াবহ গুঞ্জন শোনা যাচ্ছে—খুব শিগগিরই আওয়ামী লীগের কিছু নেতাকে ফাঁসিতে ঝুলানো হবে। তিনি বলেন, “এটা এখন এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে, অনেকেই তা সত্যি বলে ধরে নিচ্ছেন।”

শনিবার (১১ অক্টোবর) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক বিশ্লেষণমূলক বক্তব্যে গোলাম মাওলা রনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, “যখন কোনো বিষয় জনগণের মুখে-মুখে উঠে আসে, তখন সেটি একসময় বাস্তবে ঘটে। যেমন—এক সময় মানুষের মুখে শোনা যেত, শেখ হাসিনা পালিয়ে যাবেন, আওয়ামী লীগের পতন হবে। তখন আওয়ামী লীগের নেতারা বলেছিলেন—আমরা পালাব না, ভয় পাই না। এখন আবার মানুষের মুখে নতুন কথা—কিছু নেতাকে নাকি ফাঁসিতে ঝুলানো হবে।”

রনি বলেন, “মানুষ বলছে, ইউনূস সরকার টিকবে না, নির্বাচনের আগে কিছু উপদেষ্টা পালাবে। আবার কেউ কেউ বলছে, আওয়ামী লীগের আটক নেতাদের ফাঁসিতে ঝুলানো হবে। কবে, কীভাবে হবে—তা কেউ জানে না। আইনগতভাবে সম্ভব কি না, সে বিষয়েও আলোচনা হচ্ছে না। কিন্তু মানুষের মুখে এটা ঘুরছে।”

তিনি আরও বলেন, “মানুষের মুখে যে নামগুলো ঘুরছে, সেগুলোর মধ্যে রয়েছেন—সালমান এফ রহমান, আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনায়েদ আহমেদ পলক। তবে শাজাহান খান, দীপু মনি বা কামরুল হাসানদের নাম কেউ বলছেন না—তারা কারাগারে থাকলেও।”

সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, “আমি বুঝি না, মানুষ কেন ইনু-মেননের নাম বলছে। রাশেদ খান মেনন ভিন্ন দলের প্রধান, মাঝে মাঝে সত্য কথা বলতেন, যা আওয়ামী লীগের বিপক্ষে যেত। তবুও তার নাম কেন ফাঁসির তালিকায় আসছে—তা বোধগম্য নয়। তবে যদি সত্যিই এমন কিছু ঘটে, তাহলে বাংলাদেশে একটি নতুন অধ্যায় শুরু হবে।”

নির্বাচন প্রসঙ্গে গোলাম মাওলা রনি বলেন, “বেশিরভাগ মানুষই বলছেন—নির্বাচন হবে না। কেউ কেউ বলছেন, ফেব্রুয়ারিতে হবে না, ইউনূস ভালো নির্বাচন করতে পারবেন না। আবার অন্য একটি গোষ্ঠী বলছে, নির্বাচন হবেই, এবং বিএনপি ক্ষমতায় আসবে। দুই পক্ষের এই বিতর্কই প্রমাণ করে, নির্বাচন আসছে।”

তিনি সতর্ক করে বলেন, “আওয়ামী লীগের প্রতি জনরোষ বা ভয় তৈরি করতে নেতাদের ফাঁসির গুঞ্জন ছড়ানো ভয়ানক সংকেত। এমন তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন বা টার্গেট নির্ধারণ করা হলে তার ফলাফল ভালো হবে না।”

ভিওডি বাংলা/ আরিফ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত হওয়ার খবর দিলেন শহীদুল আলম
ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত হওয়ার খবর দিলেন শহীদুল আলম
সরকার ইচ্ছা করেই চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না
সরকার ইচ্ছা করেই চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না
দেশজুড়ে শিল্পকলায় আবরার ফাহাদ প্রামাণ্যচিত্র প্রদর্শনী
দেশজুড়ে শিল্পকলায় আবরার ফাহাদ প্রামাণ্যচিত্র প্রদর্শনী