• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ১২ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ এ.এম.
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ওয়ার্ল্ড ফুড ফোরামের বৈশ্বিক সভায় যোগ দিতে রোববার (১২ অক্টোবর) ইতালির রোমের উদ্দেশে রওনা হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সকাল ১১টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে যাত্রা করবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

আগামী ১৫ অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষকপীড়ন সভ্য রাষ্ট্রে গ্রহণযোগ্য নয়: হাসনাত
শিক্ষকপীড়ন সভ্য রাষ্ট্রে গ্রহণযোগ্য নয়: হাসনাত
কর্মকর্তারা নির্বাচনে নিরপেক্ষ না থাকলে ব্যবস্থা নেব: জনপ্রশাসন সচিব
কর্মকর্তারা নির্বাচনে নিরপেক্ষ না থাকলে ব্যবস্থা নেব: জনপ্রশাসন সচিব
শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি : সিইসি
শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি : সিইসি