• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা ও আশপাশে হালকা বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক    ১২ অক্টোবর ২০২৫, ১১:২৩ এ.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। রোববার (১২ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দিনের বিভিন্ন সময়ে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বাতাস দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ঢাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকালে রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ।

এর আগে শনিবার (১১ অক্টোবর) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর প্রভাব কিছুটা দুর্বল থাকলেও বঙ্গোপসাগরে থাকা জলীয়বাষ্পের প্রভাবে রাজধানীসহ দেশের দক্ষিণাঞ্চলে আকাশ মেঘলা ও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এছাড়া চলতি অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় তাপমাত্রা বাড়ার শঙ্কা, আকাশে মেঘ-বৃষ্টির সম্ভাবনা
ঢাকায় তাপমাত্রা বাড়ার শঙ্কা, আকাশে মেঘ-বৃষ্টির সম্ভাবনা
রাজধানীতে হালকা বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য বৃদ্ধি
রাজধানীতে হালকা বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য বৃদ্ধি
২৪ ঘণ্টায় প্লাবিত হতে পারে ৭ জেলার নিম্নাঞ্চল
২৪ ঘণ্টায় প্লাবিত হতে পারে ৭ জেলার নিম্নাঞ্চল