শাটডাউনের মধ্যেও সেনাদের বেতন নিশ্চিতের নির্দেশ ট্রাম্পের


যুক্তরাষ্ট্রে চলমান সরকার অচলাবস্থার (শাটডাউন) মধ্যেও সেনা সদস্যদের বেতন প্রদানের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১১ অক্টোবর) তিনি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
অন্যদিকে, শাটডাউনের অজুহাতে বেসামরিক কর্মীদের ছাঁটাই শুরু করেছে হোয়াইট হাউজ। বিবিসি জানিয়েছে, বাজেট অনুমোদন না হওয়ায় মার্কিন সরকার কার্যত সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, “দেশের সেনাবাহিনী ও জাতীয় নিরাপত্তাকে ডেমোক্র্যাটদের শাটডাউনে জিম্মি হতে দেব না।” তিনি আরও বলেন, “ডেমোক্র্যাটরা সরকার পুনরায় চালু করুক, তারপর আমরা স্বাস্থ্যসেবা ও অন্যান্য বিষয়ে একসঙ্গে কাজ করতে পারি।”
বাজেট ইস্যুতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে দ্বন্দ্বে অচলাবস্থা দেখা দিয়েছে। রিপাবলিকানরা অভিযোগ করেছে, ডেমোক্র্যাটদের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এদিকে, প্রায় সাড়ে সাত লাখ ফেডারেল কর্মচারী বর্তমানে বেতনহীন ছুটি বা বরখাস্ত অবস্থায় আছেন। অন্যদিকে, সেনাদের ‘অপরিহার্য’ ঘোষণা করায় তারা দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন।
হোয়াইট হাউজ জানিয়েছে, প্রাথমিকভাবে সাতটি সরকারি সংস্থার চার হাজারের বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে। এর মধ্যে সিডিসি, অর্থ মন্ত্রণালয়, সাইবার নিরাপত্তা এবং স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মীরা আছেন।
সরকারি কর্মচারীদের ইউনিয়নগুলো ছাঁটাই বন্ধে আদালতে মামলা করেছে। তাদের অভিযোগ, শাটডাউনকে অজুহাত করে প্রশাসন বেআইনি ছাঁটাই করছে।
বিশ্লেষকদের মতে, সামরিক বাহিনীর বেতন প্রদানের ব্যবস্থা ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ কিছুটা কমালেও ব্যাপক ছাঁটাই যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে।
ভিওডি বাংলা/ আরিফ