• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানের ৩১ দফা প্রচারে হেলেন জেরিন

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি    ১২ অক্টোবর ২০২৫, ১১:৫৯ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী হেলেন জেরিন খান রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় শনিবার (১১ অক্টোবর) ব্যাপক জনসংযোগ চালান।

দিনব্যাপী এ কর্মসূচিতে তিনি টেকেরহাট বাজার, আশপাশের গ্রাম ও বিভিন্ন দোকানপাটে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির মূল লক্ষ্য, উদ্দেশ্য ও তাৎপর্য সাধারণ জনগণের সামনে তুলে ধরেন।

হেলেন জেরিন খান বলেন, “তারেক রহমানের ৩১ দফা হলো জনগণের মুক্তি ও জাতীয় পুনর্গঠনের রূপরেখা। জনগণ এখন পরিবর্তন চায়, সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি।”

তিনি আরও বলেন, বিএনপি সব সময় গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটের স্বাধীনতার পক্ষে কাজ করে এসেছে। এই কর্মসূচি সেই সংগ্রামেরই অংশ।

এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত থেকে লিফলেট বিতরণ ও প্রচার কার্যক্রমে অংশ নেন।

স্থানীয়রা জানান, হেলেন জেরিন খানের এ জনসংযোগ কার্যক্রমে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

ভিওডি বাংলা-এস এম মেহেদী হাসান /জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চরফ্যাশনে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার
চরফ্যাশনে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার
পাংশায় সাংবাদিকদের সাথে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
পাংশায় সাংবাদিকদের সাথে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
নাগরপুরের টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন
নাগরপুরের টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন