• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পেনাল্টি মিসের রাতেও জয় রোনালদো-তোরেস-হালান্ডদের

স্পোর্টস ডেস্ক    ১২ অক্টোবর ২০২৫, ১২:০৭ পি.এম.
পেনাল্টি মিস করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো এবারও আলোচনায়, তবে গোল মিস করে! শনিবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেনাল্টি নষ্ট করেন তিনি। শুধু রোনালদোই নন, ফেররান তোরেস, মাতেও রেতেগি ও আর্লিং হালান্ড— চার তারকাই নিজেদের ম্যাচে পেনাল্টি মিস করেছেন। তবুও জয় পেয়েছে তাদের দল।

পেনাল্টি মিস করে সবাই হতাশ।

পর্তুগাল মুখোমুখি হয়েছিল রিপাবলিক অব আয়ারল্যান্ডের। ম্যাচজুড়ে দাপট দেখালেও ৯১ মিনিট পর্যন্ত গোলের দেখা পায়নি তারা। যোগ করা সময়ে রুবেন নেভেসের হেডে ১-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়।
রোনালদো ৭৫ মিনিটে পেনাল্টি মিস করেন, যা আয়ারল্যান্ড গোলরক্ষক কাওইমহিন কেলাহার ঠেকিয়ে দেন। আগের দুই ম্যাচে তিন গোল করলেও এবার ব্যর্থ হন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

এই জয়ে বিশ্বকাপ বাছাইয়ের ‘এফ’ গ্রুপে টানা তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পর্তুগাল।

একই রাতে স্পেন ২-০ গোলে জর্জিয়াকে হারিয়েছে। ৮৩ শতাংশ বল দখলে রেখে ইয়েরেমি পিনো ও মিকেল ওয়ারজাবালের গোলে জয় তুলে নেয় লা রোহা। তবে ২৯ মিনিটে পেনাল্টি থেকে গোল মিস করেন ফেররান তোরেস।

অন্যদিকে, ইতালি ৩-১ গোলে এস্তোনিয়াকে হারিয়ে ‘আই’ গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। মইজ কিন, মাতেও রেতেগি ও ফ্রানেচেস্কো এস্পোসিতো গোল করেন আজ্জুরিদের হয়ে। রেতেগিও একটি পেনাল্টি সুযোগ হাতছাড়া করেন।

হালান্ডের নরওয়েও জয় পেয়েছে। ১৮ পয়েন্ট নিয়ে তারা ‘আই’ গ্রুপে শীর্ষে অবস্থান করছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিব বিশ্বে একজন, মনে করেন তানজিম
সাকিব বিশ্বে একজন, মনে করেন তানজিম
সিরিজ বাঁচানোর লড়াইয়ে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
সিরিজ বাঁচানোর লড়াইয়ে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
বিশ্বকাপে ডাক পেলেন ঢাবি ছাত্রদল নেতা
বিশ্বকাপে ডাক পেলেন ঢাবি ছাত্রদল নেতা