শিবচরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপি'র নেতাকর্মীরা


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ‘৩১ দফা কর্মসূচি’ জনগণের মাঝে প্রচারের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মাদারীপুরের শিবচরে।
শনিবার (১১ অক্টোবর) বিকালে শিবচর পৌর বাজারে এ কর্মসূচির নেতৃত্ব দেন মাদারীপুর জেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি,শিবচর উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক এবং শিবচর উপজেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির ১নং সদস্য ও মাদারীপুর-০১ (শিবচর) আসনের মনোনয়ন প্রত্যাশী কামাল জামান (নুরুদ্দিন মোল্লা)।
লিফলেট বিতরণের মাধ্যমে বিএনপি’র ঘোষিত ৩১ দফা রূপরেখার উদ্দেশ্য, গুরুত্ব ও বাস্তবায়নযোগ্য দিকগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান (সাজু) মোল্লা, উপজেলা বিএনপি সদস্য মাহবুব মাদবর, নবগঠিত শিবচর পৌর বিএনপি'র সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম, তাজউদ্দিন মোল্লা, পৌর বিএনপি'র সদস্য মস্তফা মোল্লা, আব্দুল কুদ্দুস মোল্লা, বিএনপি নেতা তাজউদ্দীন মোল্লা, মজিবর রহমান শিশু সরদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাঈদ হোসেন সিহাব,মাদারীপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি আবু বক্কর গোমস্তা, যুবদল নেতা মো. শাহিন গোমস্তা, জামাল শিকদার, জসিম মৃধা, সন্ন্যাসীরচর মহিলা দলের আহ্বায়ক মুক্তা আক্তারসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
কামাল জামান বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। আমরা চাই, সাধারণ মানুষ এর বার্তা জানুক এবং দেশের ভবিষ্যৎ গঠনে অংশগ্রহণ করুক।”
লিফলেট বিতরণের সময় বাজারে সাধারণ মানুষের আগ্রহ লক্ষ্য করা যায়। তারা জানান, বিএনপি’র ঘোষিত এ কর্মসূচি সম্পর্কে সরাসরি জানতে পারা তাদের জন্য নতুন অভিজ্ঞতা।
ভিওডি বাংলা-আহসান হাবীব /জা