• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক    ১২ অক্টোবর ২০২৫, ১২:৫৮ পি.এম.
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ। সংগৃহীত ছবি

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। কাবুলে পরিচালিত পাকিস্তানের সাম্প্রতিক ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালায় তালেবান বাহিনী— এমনটাই জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানা যায়, সীমান্ত পোস্টে আফগানিস্তান থেকে গুলি চালিয়ে উসকানি দেওয়া হয়। এর জবাবে পাকিস্তানও পাল্টা গোলাগুলি চালায়।
সীমান্তের অন্তত ছয়টি স্থানে উভয়পক্ষের মধ্যে ভারী অস্ত্রের লড়াই হয়। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, কামান ও রকেট হামলায় রাতের আকাশ আলোকিত হয়ে উঠেছে।

তালেবান দাবি করেছে, তারা পাকিস্তানের তিনটি সীমান্ত পোস্ট দখল করেছে। বিপরীতে, পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, আফগান বাহিনীর কয়েকটি পোস্ট ধ্বংস করা হয়েছে।

তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইনায়াতুল্লাহ খোয়ারাজমি জানিয়েছেন, “শনিবার মধ্যরাতের দিকে অভিযান শেষ হয়েছে। এটি ছিল আকাশসীমা লঙ্ঘনের জবাব।” তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “পাকিস্তান যদি আবার আমাদের আকাশসীমা লঙ্ঘন করে, তবে কঠোর জবাব দেওয়া হবে।”

পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান পাকিস্তানি তালেবান (টিটিপি) জঙ্গিদের আশ্রয় দিচ্ছে— যারা ভারতের সহায়তায় পাকিস্তানে হামলা চালায় বলে দাবি ইসলামাবাদের। তবে নয়াদিল্লি ও কাবুল উভয়েই এ অভিযোগ অস্বীকার করেছে।

তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে জঙ্গি হামলার সংখ্যা বেড়েছে বলে অভিযোগ করেছে দেশটির নিরাপত্তা বিশ্লেষকরা।
উত্তেজনার মধ্যেই ভারত সফর করেছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি— যা ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর প্রথম উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠক। বিষয়টি পাকিস্তানের কূটনীতিতেও নতুন অস্বস্তি তৈরি করেছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরাইলি জিম্মিরা মুক্তি পাবে সোমবার: ট্রাম্প
ইসরাইলি জিম্মিরা মুক্তি পাবে সোমবার: ট্রাম্প
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা
চোখে অশ্রু মুখে হাসি নিয়ে ঘরে ফিরছেন গাজাবাসী
চোখে অশ্রু মুখে হাসি নিয়ে ঘরে ফিরছেন গাজাবাসী