• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক    ১২ অক্টোবর ২০২৫, ০১:৩৯ পি.এম.
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সংগৃহীত ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিদের মাঠ পর্যায়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।

রোববার (১২ অক্টোবর) আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি৷

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো আইন বহির্ভূত কাজ করবেন না এবং ভোটকেন্দ্রে সিসিটিভি ও বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে কার্যকর মনিটরিং করা হবে। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে। নির্বাচন প্রক্রিয়ায় যেকোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় দেড় লাখ পুলিশ সদস্য নির্বাচনি প্রশিক্ষণ নিচ্ছেন। ২৮টি ব্যাচে তিনদিনের প্রশিক্ষণ সারা দেশে ১৩০টি ভেন্যুতে চলছে। ইতিমধ্যে দুটি ব্যাচের ১৩,০০০ জন পুলিশ সদস্যের প্রশিক্ষণ সম্পন্ন বা চলমান। পুলিশের চূড়ান্ত (৪র্থ পর্যায়ের) প্রশিক্ষণ ৫ অক্টোবর ২০২৫ থেকে শুরু হয়েছে এবং জানুয়ারি ২০২৬ পর্যন্ত শেষ হবে।

আনসার-ভিডিপি সদস্যদের জন্যও প্রাক-নির্বাচনী প্রশিক্ষণ চলছে। প্রায় ৫ লাখ ৮৫ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হবে, যার মধ্যে ১ লাখ ৩৫ হাজার অস্ত্রসহ ও ৪ লাখ ৫০ হাজার নিরস্ত্র। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে আনসার ব্যাটালিয়নের সদস্যরা নিয়োজিত থাকবেন। বিজিবি ১১০০ প্লাটুনে ৩৩ হাজার সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবে, এবং মোট ৮০ হাজার সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত এবং নিয়ন্ত্রণে রয়েছে। শারদীয় দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে এবং মাদক বাহকদের পাশাপাশি গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, গত নির্বাচনের দায়িত্ব পালনকারীদের পুনরায় দায়িত্ব দেওয়ার বিষয়ে সতর্কতা অবলম্বন করা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষকপীড়ন সভ্য রাষ্ট্রে গ্রহণযোগ্য নয়: হাসনাত
শিক্ষকপীড়ন সভ্য রাষ্ট্রে গ্রহণযোগ্য নয়: হাসনাত
কর্মকর্তারা নির্বাচনে নিরপেক্ষ না থাকলে ব্যবস্থা নেব: জনপ্রশাসন সচিব
কর্মকর্তারা নির্বাচনে নিরপেক্ষ না থাকলে ব্যবস্থা নেব: জনপ্রশাসন সচিব
শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি : সিইসি
শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি : সিইসি