ডাসারে ইমামের মটর সাইকেল চুরি, আটক ২


মাদারীপুরের ডাসারে একটি মসজিদের সামনে থেকে ইমামের মোটরসাইকেল চুরির ঘটনায় দুই চোরকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এসময় তাদের কাছে থেকে চুরি যাওয়া লাল রংয়ের একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলো, কালকিনি উপজেলার মো. সলেমান সরদারের ছেলে মো. বাবু সরদার (২৫) ও কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদি গ্রামের লুৎফর সরদারের ছেলে শাকিল সরদার (২০)।
রোববার (১২ অক্টোবর) ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী ইমাম হাবিবুর রহমান হাবিব জানান,গত মাসের ২৩ তারিখ আমি মসজিদে জোহরের নামজের পরে মসজিদের মিনারের উপর মটর সাইকেলের চাবি রেখে ঘুমিয়ে পড়ি। এই সুযোগে চাবিসহ আমার ব্যবহৃত লাল রংয়ের একটি পালসার মটর সাইকেল নিয়ে যায় চোর। পরে থানায় জিডি করি।
গতকাল দুপুরের দিকে আমি আরেকটি মটর সাইকেল নিয়ে মাদারীপুর তেলের পাম্পে গেলে, আমার ব্যবহৃত মোটরসাইকেলসহ দুইজনকে দেখতে পাই। এসময় দুই চোর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আমি চোর চোর বলে চিৎকার করি। মটর সাইকেলসহ চোর দ্রুত ঘটনা স্থান ত্যাগ করার সময় মাদারীপুর স্টেডিয়ামের কাছে পড়ে যায়। এসময় স্থানীয় জনতা এগিয়ে আসলে চোরকে ধরতে সক্ষম হয়। পরে মটর সাইকেলসহ ওই দুই চোরকে ডাসার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, “ডাসারে চুরি যাওয়া মোটরসাইকেলসহ দুই চোরকে গ্রেফতার করে চুরির মামলা হলে আজ রবিবার আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন।”
তিনি আরও জানান, যেখানে সেখানে মোটর সাইকেল না রাখার জন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।
ভিওডি বাংলা- তুহিন মৃধা /জা