• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১শ’ আসনে প্রার্থী ঘোষণা করবে এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক    ১২ অক্টোবর ২০২৫, ০৪:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০০ আসনে মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করবে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডের ফারইস্ট টাওয়ার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হবে। একই দিন দলীয় প্রার্থীদের নিয়ে সেখানে একটি সভা অনুষ্ঠিত হবে।

দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে পার্টির দু’জন ভাইস চেয়ারম্যান ও একজন যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে গঠিত প্রার্থী বাছাই কমিটি দীর্ঘ কার্যক্রম শেষে একটি প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে। দলের কার্যনির্বাহী কাউন্সিলের সাম্প্রতিক সভায় সেই প্রতিবেদন মূল্যায়ন করে প্রথম পর্যায়ে ১০০টি আসনে প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করা হয়।

এর আগে আগ্রহী প্রার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সর্বাধিক আসনে প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। তার-ই ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবার প্রাথমিক তালিকা ঘোষণা করা হচ্ছে। 

দ্বিতীয় পর্যায়ে যাচাই-বাছাই শেষ হলে নভেম্বরের প্রথম সপ্তাহে পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

এতে জানানো হয়, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দলের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ, প্রার্থী তালিকা চূড়ান্তকরণ ও আগামী ১৬ অক্টোবরের সভাকে সফল করার জন্য সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে: খসরু
বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে: খসরু
দুর্নীতি রোধ একমাত্র বিএনপিই করতে পারে
তারেক রহমান দুর্নীতি রোধ একমাত্র বিএনপিই করতে পারে
ডিইউজে গণমাধ্যম স্বাধীনতায় আরও সক্রিয় হবে: জামায়াত আমির
ডিইউজে গণমাধ্যম স্বাধীনতায় আরও সক্রিয় হবে: জামায়াত আমির