• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রধান উপদেষ্টার কাছে জামায়াতের ৫ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক    ১২ অক্টোবর ২০২৫, ০৫:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে, যাতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তিসহ পাঁচ দফা দাবি জানানো হয়েছে।

রোববার (১২ অক্টোবর) ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। দেশের সব জেলা প্রশাসকের কাছে একই সঙ্গে স্মারকলিপি দেওয়ার অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি, খেলাফত মজলিস, জাগপা ও নেজামে ইসলাম পার্টিসহ আরও ছয়টি রাজনৈতিক দলও তাদের প্রতিনিধির মাধ্যমে স্মারকলিপি হস্তান্তর করে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে নূরুল ইসলাম বুলবুল বলেন, “যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন আয়োজন করেন, আমরা জনগণের মতামতের অবহেলা ও একটি দলের প্রতি আনুগত্য হিসেবে গ্রহণ করব না।”

তিনি প্রধান নির্বাচন কমিশনারকে সতর্ক করে বলেন, “আপনি যদি নিরপেক্ষ ভূমিকা পালন করতে না পারেন, পদত্যাগ করবেন। কিন্তু কোনো চক্রান্তমূলক নির্বাচনের চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা জবাব দেব।”

জামায়াতের পাঁচ দফা দাবি হলো:

জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও সেই আদেশের ওপর গণভোট আয়োজন।

আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত।

ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

স্বৈরাচারের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

স্মারকলিপি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন, ঢাকা জেলা আমির দেলোয়ার হোসেন, ঢাকা-১ আসনের মনোনীত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম ও ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে: সামান্তা
সরকার দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে: সামান্তা
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে জাগপা
জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে জাগপা