• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এনসিপির নির্বাহী কাউন্সিলের সভায়

জোটের প্রশ্ন, মতাদর্শের ‘ট্যাগ’ ও লাভ-ক্ষতি নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক    ১২ অক্টোবর ২০২৫, ০৫:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্প্রতি অনুষ্ঠিত নির্বাহী কাউন্সিলের সভায় নির্বাচনী জোট, সম্ভাব্য লাভ-ক্ষতি এবং দলের মতাদর্শগত পরিচয় সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছে।

গত শুক্রবার বিকেল সাড়ে চারটা থেকে রাত নয়টা পর্যন্ত রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা হয়। এনসিপির নির্বাহী কাউন্সিলে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ বেশির ভাগ নেতা শুক্রবারের সভায় অংশ নেন। নির্বাচনী জোটের হিসাব–নিকাশ নিয়ে নির্বাহী কাউন্সিলের সভায় আলোচনা হওয়ার বিষয়টি এনসিপির একাধিক সূত্র নিশ্চিত করেছে।

সভায় অংশ নেওয়া নেতারা বলেছেন, বিএনপি ও জামায়াত- দুই দলই আগামী নির্বাচনে এনসিপিকে সঙ্গে রাখতে চায়। বিএনপি বা জামায়াতের সঙ্গে কোনো নির্বাচনী জোট বা সমঝোতায় গেলে লাভ–ক্ষতি কী হতে পারে, তা নিয়ে নেতারা মতামত দিয়েছেন। বিএনপি ও জামায়াতের বাইরে তৃতীয় কোনো জোটে যাওয়া নিয়েও সভায় কথা হয়েছে। 
 
আলোচনার বিষয়বস্তু সম্পর্কে ওই নেতারা বলেন, বিএনপি কোনো আসনে ছাড় দিলেও যদি দলটির স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে যান, তাহলে এনসিপির প্রার্থীদের জিতে আসা কঠিন হবে। এর ফলে বিএনপির সঙ্গে জোট বা সমঝোতায় গেলে এনসিপির কতটা লাভ হবে, তা নিয়ে সন্দেহ রয়েছে। আবার জামায়াতের সঙ্গে জোট বা সমঝোতায় গেলে এনসিপির গায়ে একটি নির্দিষ্ট মতাদর্শের ‘ট্যাগ’ লাগতে পারে। এটি দীর্ঘ মেয়াদে এনসিপির রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। এনসিপির ‘মধ্যপন্থী’ চরিত্র প্রতিষ্ঠিত করতে হলে বিএনপি ও জামায়াতের বাইরে তৃতীয় জোটে থাকাই ভালো হবে- বিভিন্ন নেতার বক্তব্যে এসব বিষয় উঠে এসেছে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় সমন্বয় সভা করে এনসিপি। সেই সভায় সাংগঠনিক কার্যক্রম নিয়েই বেশি আলোচনা হয়। তখন ঢাকার বাইরে থেকে আসা নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছিল, অক্টোবর মাসের মধ্যে দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যন্ত দলের আহ্বায়ক কমিটি গঠন করতে হবে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, শুক্রবার আমাদের নির্বাহী কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আমাদের সিদ্ধান্ত হলো- জুলাই সনদের বাস্তবায়ন সংক্রান্ত যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, সরকার এখনো তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন-সংক্রান্ত তথ্য উপস্থাপন করেনি। সেই কারণে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। পাশাপাশি, কিছু বিষয়ে স্বাক্ষর ও অনুমোদনের ধাপ রয়েছে, যেগুলো সম্পন্ন হলে উচ্চকক্ষ পর্যায়ে পরবর্তী সিদ্ধান্তগুলো পরিষ্কার হবে। গণভোটের সময়সূচি নিয়েও একটি প্রাথমিক হিসাব ও আলোচনা চলছে- এসব বিষয় আমরা পর্যবেক্ষণ করছি।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত প্রক্রিয়া এখনও সরকারের পূর্ণাঙ্গ তথ্যের ওপর নির্ভর করছে। গণভোটের সময়সূচি ও জোট গঠনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বিএনপি–জামায়াতের বাইরে কিছু সংস্কারপন্থী ও মধ্যপন্থী দলের সঙ্গে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির বিষয়ে আলোচনা চলছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে: সামান্তা
সরকার দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে: সামান্তা
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে জাগপা
জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে জাগপা