• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দুদকের মামলায় জামিন মেলেনি আসাদুজ্জামান নূরের

নিজস্ব প্রতিবেদক    ১২ অক্টোবর ২০২৫, ০৫:৪২ পি.এম.
সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর-ছবি সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের মামলায় সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন, তবে রাষ্ট্রপক্ষের বিরোধিতার পর আদালত তা খারিজ করেন। জামিন নামঞ্জুর হওয়ার তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার।

এর আগে, ৩০ জুলাই দুদক ৫ কোটি ৩৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে। মামলায় উল্লেখ করা হয়, আসাদুজ্জামান নূর ক্ষমতার অপব্যবহার করে ওই সম্পদ অর্জন করেছেন এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৯টি হিসাবের মাধ্যমে ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এতে অর্থ স্থানান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানি লন্ডারিং করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের তথ্য অনুযায়ী, আসাদুজ্জামান নূরকে ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলী রোডের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চালের দাম কমেছে
চালের দাম কমেছে
শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা গেল ১২ দপ্তরে
শেখ হাসিনাসহ ৩০ জনের গ্রেপ্তারি পরোয়ানা গেল ১২ দপ্তরে
হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ
হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ