• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মধুপুরে বন বিভাগের উচ্ছেদ অভিযানের নামে হয়রানি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ১২ অক্টোবর ২০২৫, ০৫:৪৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বন বিভাগের উচ্ছেদ অভিযানের নামে এক কৃষক পরিবারের উপর হয়রানি, বসতবাড়িতে ভাঙচুর এবং আবাদি ফসল কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দোখলা রেঞ্জ সংলগ্ন এলাকায়।

ভুক্তভোগী কৃষক আব্দুল কুদ্দুস মিয়া দীর্ঘ ৩০ থেকে ৩৫ বছর ধরে নিজের আঙিনায় আম, লেবু ও কফি চাষ করে জীবিকা নির্বাহ করছিলেন। 

অভিযোগ রয়েছে, গত শনিবার (৪ অক্টোবর) দুপুরে বিনা নোটিশে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আকন, টাঙ্গাইল বন বিভাগীয় কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেনের নেতৃত্বে এবং মধুপুর রেঞ্জের সহকারী বন কর্মকর্তা মোঃ আশিকুর রহমানের সহযোগিতায় দোখলা বিটের সদস্যরা সরকারি বনভূমিতে উচ্ছেদ অভিযানের নামে ওই কৃষকের বাড়ির আঙিনায় প্রবেশ করে চাষকৃত ফলের (আম, লেবু, কফি) গাছগুলো কেটে সাবাড় করেছে।

ভুক্তভোগীর স্ত্রী অভিযোগ করে বলেন, “ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আকন্দ আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমার স্বামী নামাজরত অবস্থায়ও তাকে অপমান করেন। এমনকি তিনি বলেন-‘নামাজ পড়লে বেহেশতের সার্টিফিকেট পাওয়া যাবে না, সরকারি জায়গা ছেড়ে দেন, আমি বেহেশতের সার্টিফিকেট দিয়ে দেব।’”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে বসবাস ও চাষাবাদ করে আসা মানুষদের বিনা নোটিশে উচ্ছেদ করা অমানবিক। তারা প্রশাসনের কাছে ঘটনার তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বন কর্মকর্তাদের যোগাযোগ করা হলেও সঠিক বক্তব্য পাওয়া যায়নি। তবে দোখলা রেঞ্জ অফিসের বিট কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আমাদের এক স্টাফ আহত হয়েছে।
 
তবে বন বিভাগের একটি সূত্র জানায়, তারা সরকারি জমিতে অবৈধ দখল উচ্ছেদের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করেছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চরফ্যাশনে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার
চরফ্যাশনে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার
পাংশায় সাংবাদিকদের সাথে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
পাংশায় সাংবাদিকদের সাথে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
নাগরপুরের টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন
নাগরপুরের টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন