• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিবচরে শুরু হলো টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ১২ অক্টোবর ২০২৫, ০৬:১০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ইফয়েড জ্বর থেকে শিশু ও কিশোরদের সুরক্ষিত রাখতে সারাদেশে শুরু হয়েছে সরকারের “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫”। 

রোববার (১২ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ইব্রাহীম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমওডিসি ডা. তরিকুল ইসলাম এবং মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. সাইদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধনী পর্বের সূচনা হয়। পরে টাইফয়েড টিকাদান কর্মসূচির লক্ষ্য, গুরুত্ব ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বলেন,টাইফয়েড জ্বর একটি প্রাণঘাতী ব্যাকটেরিয়াজনিত রোগ যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। এই টিকাদান কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের শিশুদের টাইফয়েড থেকে দীর্ঘমেয়াদি সুরক্ষা দেওয়া সম্ভব হবে।

সরকারের বিনামূল্যে টিকাদান কর্মসূচি (EPI)-এর আওতায় এই টিকাদান কার্যক্রমে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু ও কিশোরকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিদ্যালয়ভিত্তিক টিকাদান কর্মসূচির মাধ্যমে টিকা প্রদান করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বলেন, এই কর্মসূচি সফল করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সচেতন ভূমিকা অত্যন্ত জরুরি। যেন কোনো শিশুই টিকাদান থেকে বঞ্চিত না থাকে।

এই ক্যাম্পেইনটি পরিচালনা করছে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এবং আন্তর্জাতিক সহযোগী সংস্থা Gavi (The Vaccine Alliance), PATH, UNICEF (ইউনিসেফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশ)।

অনুষ্ঠান শেষে প্রতীকীভাবে কয়েকজন শিশুকে টাইফয়েড টিকা প্রদান করে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। অতিথিরা এ সময় সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং কর্মসূচির সফল বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চলতি বছর শিবচর উপজেলায় প্রায় ৬৫,০০০ শিশু টাইফয়েড টিকার আওতায় আসবে। ইতিমধ্যেই মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং প্রতিটি ইউনিয়নে ক্যাম্পেইন কার্যক্রম জোরদার করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন,
টাইফয়েড প্রতিরোধে এই টিকা অত্যন্ত কার্যকর। সরকারের এই উদ্যোগ সফল করতে মাঠপর্যায়ে সব স্বাস্থ্যকর্মী কাজ করছে নিষ্ঠার সঙ্গে। আমরা চাই, শিবচরের কোনো শিশুই যেন টিকাবঞ্চিত না থাকে।

অভিভাবক ও স্থানীয় জনগণ সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, টাইফয়েড টিকাদান কর্মসূচি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ, যা ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ ও নিরাপদ জীবনের পথে এগিয়ে নেবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চরফ্যাশনে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার
চরফ্যাশনে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার
পাংশায় সাংবাদিকদের সাথে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
পাংশায় সাংবাদিকদের সাথে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়
নাগরপুরের টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন
নাগরপুরের টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন