নবাবগঞ্জে আম উৎপাদন প্রকল্পের উপকরণ বিতরন


দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প প্রদর্শনীর নতুন বাগান সৃজনের লক্ষে কৃষকদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করেন উপজেলা কৃষি অফিস।
(১২ অক্টোবর) রবিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা কৃষি অফিসের সামনে কৃষিবীদ ও কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম ইলিয়াস এর উপস্থিতিতে ০৬ জন কৃষককে ৭০টি উন্নত আমের চারা, সারের মধ্যে, জৈব সার ৬টি, ও বাগান ঘেরার জন্য নেট।
উপজেলার কুশদহ ইউনিয়ন এর শিবপুর গ্রামের কৃষক পারভেজ বাবু বলেন, উন্নত জাতের আম চাষে আগ্রহ প্রকাশ করেছিলাম, তাই আমাকে উপজেলা কৃষি অফিস থেকে আমের চারাসহ বিভিন্ন ধরনের উপকরণ দিয়েছে।
কৃষক হাবিবুল হাসান বলেন, আমাদেরকে উন্নত জাতের আম চাষে উদ্বুদ্ধ করার জন্য বিনামূল্যে বিভিন্ন উপকরণ দিয়েছে এই জন্য কৃষি অফিস ধন্যবাদ জানাচ্ছি।
নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম ইলিয়াস বলেন, আমরা উপজেলা কৃষি অফিসের সহায়তায় নিরাপদ ও রপ্তানিযোগ্য আম উৎপাদনে কৃষকদের সবধরনের সহযোগিতা করে আসছি। এতে করে কৃষি কাজের নতুন দার উন্মুক্ত হবে দেশ সম্মৃদ্ধ হবে।
ভিওডি বাংলা/ এমএইচ