• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিক্ষকপীড়ন সভ্য রাষ্ট্রে গ্রহণযোগ্য নয়: হাসনাত

নিজস্ব প্রতিবেদক    ১২ অক্টোবর ২০২৫, ০৬:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শিক্ষকদের রাস্তায় এভাবে পেটানো কোনো সভ্য রাষ্ট্রে গ্রহণযোগ্য নয়। রোববার (১২ অক্টোবর) বিকেলে তিনি জাতীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়ে এই মন্তব্য করেন।  

হাসনাত দ্রুত পুলিশ হেফাজতে থাকা শিক্ষকদের মুক্তির দাবি জানান।

এর আগে রোববার দুপুরে আন্দোলনরত শিক্ষকরা প্রেস ক্লাব থেকে সরে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, জনদুর্ভোগ এড়াতে তাদের অবস্থান কর্মসূচি এখন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে চলবে এবং প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত চালিয়ে যাবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে
এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে
জুলাই সনদের প্রতি সমর্থন জানান প্রতিরক্ষা বিষয়ক উপমন্ত্রী
জুলাই সনদের প্রতি সমর্থন জানান প্রতিরক্ষা বিষয়ক উপমন্ত্রী
৩৬ অপারেশনের পর বাড়ি ফিরল আবিদ
মাইলস্টোন ট্রাজেডি ৩৬ অপারেশনের পর বাড়ি ফিরল আবিদ